শ্বাসরুদ্ধকর ম্যাচের শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসকে মাত্র ১ রানে হারিয়ে দিয়েছে কোহলির রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এর জয়ে ১০ ম্যাচে তৃতীয় জয়ের দেখা পেল কোহলিরা।
রোববার (২১ এপ্রিল) দিনের দ্বিতীয় ৩৯তম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস।
ব্যাট হাতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে কোহলির বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে ১৬০ তুলতে সক্ষম হয় চেন্নাই।
রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন পার্থিব প্যাটেল। তিনি করেন ৩৭ বলে ৫৩ রান। এছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন এবি ডি ভিলিয়ার্স, ১৯ বলে ২৫।
চেন্নাইয়ের হয়ে বল হাতে ডিএল চাহার, রবীন্দ্র জাদেজা ও ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট তুলে নেন।
১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় চেন্নাই। টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর ব্যাট হাতে ৬ নম্বরে নামা এমএস ধোনি দলের হাল ধরেন। তিনিই দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান তোলেন। মাত্র ৪৮ বলে ৮৪ রান তুলেও দলের হার ঠেকাতে পারেননি তিনি।
ম্যাচের শেষ বলে দলের হয়ে নামা শেষ ব্যাটসম্যান ঠাকুর রান আউটে কাটা পড়লে জয়ের আশা নিভে যায় ধোনিদের। ফলে মাত্র ১ রানের শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় কোহলির বেঙ্গালুরু।