গেইলের ঝড়ো ব্যাটিংয়েও পাঞ্জাবের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৩ এএম, ২১ এপ্রিল ২০১৯
গেইলের ঝড়ো ব্যাটিংয়েও পাঞ্জাবের হার

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৭তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে দিল্লী ক্যাপিটালস।

শনিবার (২০ এপ্রিল) দিল্লীতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার থেকে ১৬৩ রান সংগ্রহ করে পাঞ্জাব।

ব্যাট হাতে এদিন উজ্জ্বল ছিলেন ক্রিস গেইল। ক্যারিবীয় এই বিধ্বংসী ওপেনার ৩৭ বলের মোকাবেলায় ৬৯ রান করেন ৬টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়ে।

এছাড়া মানদীপ সিং ৩০, হারপ্রীত ব্রর অপরাজিত ২০ ও অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন ১৬ রান করেন।

দিল্লীর পক্ষে সন্দ্বীপ লামিচানে শিকার করেন তিনটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন কাগিসো রাবাদা ও অক্ষর পেটেল।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই পৃথ্বী শাওয়ের উইকেট হারায় দিল্লী। যদিও শুরুর ধাক্কা সামাল দেন শিখর ধাওয়ান ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ৪১ বলে ৫৬ রানের ঝলমলে ইনিংস খেলে ধাওয়ান বিদায় নেন।

ধাওয়ানের বিদায়ের পর ক্রিজে টিকতে পারেননি রিশাভ পান্টও। তবে আইয়ার দেখেশুনে খেলে তুলে নেন অর্ধ শতক। তার ৪৯ বলে ৫৮ রানের ইনিংসেভর করে দল জয় পায় ২ বল ও ৫ উইকেট বাকি থাকতেই।

পাঞ্জাবের পক্ষে হার্দুস ভিলজয়েন শিকার করেন দুটি উইকেট।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়ক স্মিথের ব্যাটে জয় পেলো রাজস্থান

অধিনায়ক স্মিথের ব্যাটে জয় পেলো রাজস্থান

কোহলির দাঁত ভাঙা জবাব

কোহলির দাঁত ভাঙা জবাব

হারতে হারতে জয় পেল কোহলির বেঙ্গালুরু

হারতে হারতে জয় পেল কোহলির বেঙ্গালুরু

ধোনিকে পেয়ে ভাগ্যবান ভারত, কোহলির স্বীকারোক্তি

ধোনিকে পেয়ে ভাগ্যবান ভারত, কোহলির স্বীকারোক্তি