কোহলির দাঁত ভাঙা জবাব

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ১০:৩৯ পিএম, ১৯ এপ্রিল ২০১৯
কোহলির দাঁত ভাঙা জবাব

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বিরাট কোহলির সেঞ্চুরি উদযাপনের দৃশ্যটা ছিল দেখার মতো। যার আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ ৪১টা সেঞ্চুরি রয়েছে, তার আইপিএলের মতো টুর্নামেন্টে দুই-তিন হাত লাফিয়ে বিশ্বাকাপ জয়ের ভঙ্গীতে সেঞ্চুরি উপযাপনটা বেমানান নয় কি?

না, সেটা তার জন্য বেমানান নয়। কারণ এবারের আইপিএলে খেলতে এসে যেন ব্যাটিংই ভুলে গেছিলেন বিরাট কোহলি। শুধু কি তাই, যার নেতৃত্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বাঘা বাঘা দলকে তাদের মাঠিতে সম্প্রতি হারিয়ে এসেছেন, সেই কোহলির বিরুদ্ধে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর অধিনায়কত্ব নিয়েই উঠেছে প্রশ্ন।

তবে সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে আইপিএলে এবারের আসরে প্রথমবারের মতো সেঞ্চুরি তুলে সমালোচকদের দাঁত ভাঙা জাবাব দিলেন তিনি।

তাই কোহলির সেঞ্চুরি উদযাপনটি একটু স্পেশালই ছিল। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের নবম ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি। তিনি ৫৭ বলে ১০০ রান পূর্ণ করেন। অবশ্য ১০০ রান পূর্ণ করার পরের বলেই হ্যারি গুর্নির বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন।

কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ৯টি চার এবং ৪টি ছক্কার মার ছিল।

কোহলির সেঞ্চুরি এবং মঈন আলীর ২৮ বলে ৬৬ রানের সুবাদে শেষ পর্যন্ত বেঙ্গালুরু ৩ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে আমির বাদ পড়ায় হতাশ শোয়েব আখতার

বিশ্বকাপে আমির বাদ পড়ায় হতাশ শোয়েব আখতার

বিশ্বকাপে জায়গা না পাওয়া তাসকিনের বিধ্বংসী বোলিং

বিশ্বকাপে জায়গা না পাওয়া তাসকিনের বিধ্বংসী বোলিং

বিশ্বকাপে খেলবে খুলনার ৭ ক্রিকেটার

বিশ্বকাপে খেলবে খুলনার ৭ ক্রিকেটার

ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরলেন স্টিভ রোডস

ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরলেন স্টিভ রোডস