চেন্নাইকে হারিয়ে জয়ে ফিরল হায়দরাবাদ

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ১২:৪৩ এএম, ১৮ এপ্রিল ২০১৯
চেন্নাইকে হারিয়ে জয়ে ফিরল হায়দরাবাদ

টানা দুই হারের পর জয়ে ফিরেছে সাকিবহীন সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই সুপার কিংসকে হেসে খেলে ৬ উইকেটে হারিয়েছে অরেন্জ আর্মিরা।

রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ধোনির চেন্নাই। আপাতত দৃষ্টিতে চেন্নাইয়ের ব্যাটিং নেওয়াটা বুদ্ধিমানের কাজ মনে হলেও শেষে দিকে গিয়ে এ সিদ্ধান্ত বোকামীই মনে হয়েছিল।

চেন্নাইয়ের দুই ওপেনার ৫৯ বলের জুটিতে ৭৯ রান তুলেন দুই ওপেনার শেন ওয়াটসন আর ফাফ ডু প্লেসিস। তবে টানা দুই ওভারে ওয়াটসন (২৯ বলে ৩১) আর ডু প্লেসিস (৩১ বলে ৪৫) ফিরে যাওয়ার পর চেনা সেই চেন্নাই একে বারে অচেনা হয়ে চায়।

হায়দরাবাদের দুর্দান্তে বোলিংয়ের কারণে চেন্নাইয়ের ব্যাটিংয়ে ছিল আসা যাওয়া। শেষ পর্যন্ত চেন্নাই ৫ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে।

১৩৩ রানে লক্ষ্যটা খুব একটা কঠিন ছিল না হায়দরাবাদের। ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো মিলে ৬৬ রানের জুটি গড়েন। তবে ওয়ার্নার ব্যাক্তিগত অর্ধশতক তোলার পর সাজ ঘরে ফিরেন।

ওয়ার্নার ফিরে গেলে জনি বেয়ারস্টো এক পাশ আগলে রেখে দল কে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত জনি বেয়ারস্টো অপরাজী থেকে দল কে ৬ উইকেট জয় উপহার দেয়। জনি ৪৪ বলে ৬১ রান করেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

রাজস্থানকে হারিয়ে জয়ে ফিরলো পাঞ্জাব

রাজস্থানকে হারিয়ে জয়ে ফিরলো পাঞ্জাব

রেকর্ড গড়া জোসেফের আইপিএল শেষ

রেকর্ড গড়া জোসেফের আইপিএল শেষ

কলকাতাকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করলো চেন্নাই

কলকাতাকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করলো চেন্নাই

মুম্বাইয়ের ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড

মুম্বাইয়ের ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড