রাজস্থানকে হারিয়ে জয়ে ফিরলো পাঞ্জাব

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২:১৬ এএম, ১৭ এপ্রিল ২০১৯
রাজস্থানকে হারিয়ে জয়ে ফিরলো পাঞ্জাব

ছবি : ক্রিকইনফো

পর পর দুই ম্যাচ হারার পর জয়ে ফিলেছে কিংস ইলেভেন পাঞ্জাব। রাজস্থান রয়্যালসকে রানে হারায় ১২ রানে হারিয়েছে ক্রিস গেইলরা।

চন্ডিগড় স্টেডিয়ামে মঙ্গলবার রাজস্থান টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে ছোট খাট জুটি পাঞ্জাব। দলীয় ৩৮ রানের সময় রাজস্থানের প্রথম শিকার হন ক্রিস গেইল। এদিন হার্ট হিটার ব্যাসম্যান গেইলের ব্যাট তেমন হাসেনি। ২২ বলে ৩০ রান করে ফিরেন তিনি।

গেইল ফিরে গেলে ওপার লোকেশ রাহুল জুটি গড়েন মায়াঙ্ক আগারওয়ালকে সাথে নিয়ে। তবে এ জুটিও বেশি দূর এগোতে দেয়নি রাজস্থান। মাত্র ২৯ রানের জুটি ভেঙে দেন ইশ সোধি বলে ২৬ রানে ফিরেন আগারওয়াল।

এরপর রাহুল ও ডেভিড মিলার দলকে এগিয়ে নিতে বড় জুটি গড়েন। দুজনে মিলে ৮৫ রানে জুটি গড়ার পর রাহুল ফিরেন ৫২ রানে।

রাহুল ফেরার পরই রাজস্থানের ব্যাটিংয়ে মরদ লাগে। সতীর্থ কোন ক্রিকেটার মিলারকে তেমন সঙ্গ দিতে পারেননি। শেষ ওভারে মিলার ৪০ রানে সাজ ঘরে ফিরেন। শেষ পর্যন্ত পাঞ্জাব ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে।

রাজস্থানের হয়ে জোফ্রা আর্চার তিন উইকেট নেন। এছাড়া জয়দেব উনাদকাত, ধাওয়াল কুলকার্নি এবং ইশ সোধি একটি করে উইকেট পান।

১৮২ রানের জবাবে শুরুটা ভালোই হয় রাজস্থান। অজিঙ্কা রাহানে ও জশ বাটলার মিলে ৩৮ রানের জুটি গড়েন। এরপর বাটলার ২৩ রানে ফিরেন।

বাটলার আউট হওয়ার পর রাহুল ত্রিপাথি ও সাঞ্জু স্যামসন মিলে চোট জুটি গড়েন। ত্রিপাথি তুলে নেন অর্ধশতক।

স্যামসন ২৭ রানের আউটরের কয়েক ওভার পর ত্রিপাথি সাজঘরে ফিরেন। এরপর থেকেই রাজস্থানের ব্যাটিংয়ে আসা যাওয়া শুরু হয়।

তবে শেষের দিকে স্টুয়ার্ট বিনি একাই লড়ে যান দলকে জয় উপহার দিতে। তবে সতীর্থ কোন ব্যাটসম্যান না থাকায় তা আর সম্ভব হয়নি। বিনি ৩৩ রানে অপরাজীত থাকেন। ফলে রাজস্থান ৭ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে।



শেয়ার করুন :


আরও পড়ুন

দিল্লির বিপক্ষে নেই সাকিব-নবী

দিল্লির বিপক্ষে নেই সাকিব-নবী

দুর্দান্ত শুরুর পর বিধ্বস্ত সাকিবহীন হায়দরাবাদ

দুর্দান্ত শুরুর পর বিধ্বস্ত সাকিবহীন হায়দরাবাদ

বিশ্বকাপ ফেবারিটে নেই ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান-বাংলাদেশ

বিশ্বকাপ ফেবারিটে নেই ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান-বাংলাদেশ

কলকাতাকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করলো চেন্নাই

কলকাতাকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করলো চেন্নাই