ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে জয়ের স্বাদ ভুলতে থাকা বিরাট কোহলির দল নিজেদের সপ্তম ম্যাচে জয় পেয়েছিল। তবে এক ম্যাচ জয়ের পর আবার হারের স্বাদ পেল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।
সোমবার (১৫ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ানসের কাছে ৫ উইকেটে হেরে গেছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কোহলির বেঙ্গালুরু। চলমান আসরে ৮টি ম্যাচের মধ্যে ৭টিতে পরাজায়ের স্বাদ পেয়েছে কোহলিরা।
ওয়ানখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ানস। ফলে ব্যাট হাতে এবি ডি ভিলিয়ার্সের ৫১ বলে ৭৫ রান ও মোমেন আলীর ৩২ বলে ৫০ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ১৭১ রানের বড় সংগ্রহ গড়ে কোহলির বেঙ্গালুরু।
ব্যাট হাতে ৯ বল মোকাবেলা করে মাত্র ৮ রান সংগ্রহ করে অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া ব্যাট হাতে চারজন ব্যাটসম্যান শূন্য (০) রানে আউট হয়েছেন। মুম্বাইয়ে পক্ষে বল হাতে ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন লাসিথ মালিঙ্গা।
১৭২ রানের জবাবে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ানস। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিয়ে ১ ওভার বাকি রেখেই জয় নিশ্চিত করে মুম্বাই।
ম্যাচ সেরা হয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের লাসিথ মালিঙ্গা।
এ জয়ে চলমান আইপিএলের ৩১তম ম্যাচ শেষে নিজেদের ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ওঠে এলো মুম্বাই। অন্যদিকে ৮ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানীতেই থাকলো কোহলির বেঙ্গালুরু।