বিদেশি ক্রিকেটারদের নিয়ে একটু বিপাকেই রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বিশ্ব সেরা তারকা ক্রিকেটাদের এক জন কে নিলে, আরেক জন কে বসিয়ে রাখতে বাধ্য হচ্ছে অরেঞ্জ আর্মিরা। ওয়ানডে-টি-২০ বিশ্বসেরা দ্বিতীয় এবং তৃতীয় নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান ও মোহাম্মদ নবীকে রাখা হয়নি দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে।
এরফলে পর পর পাঁচ ম্যাচে বসিয়ে রাখা হলো বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে। আর ৪ ম্যাচ খেলে ৭ উইকেট পাওয়া নবিকে এ নিয়ে দুই ম্যাচ খেলানো হলো না।
নবীর পরিবর্তে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লীর বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিংয়ে সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ।
এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ৩টিতে জিতেছে গত আসরের রানারআপ হায়দরাবাদ। অন্যদিকে ৭ ম্যাচ খেলে ৪টি জয় রয়েছে দিল্লির নামের পাশে।
হায়দরাবাদ একাদশ
ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, রিকি ভুই, দ্বীপক হুদা, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ এবং সন্দ্বীপ শর্মা।
দিল্লি একাদশ
পৃথ্বি শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, রিশাভ প্যান্ট, কলিন মুনরো, ক্রিস মরিস, অক্ষর প্যাটেল, কেমো পল, অমিত মিশ্র, কাগিসো রাবাদা এবং ইশান্ত শর্মা।