রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং বিভাগের শক্তি বাড়াতে ডেল স্টেইনকে ফেরানো হচ্ছে। দুই বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।
পিঠের চোটে ভুগছেন নাথান কোল্টার-নাইল। এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের বদলে খেলবেন স্টেইন।
দুই মৌসুম পর এই টুর্নামেন্টে ফিরছেন স্টেইন। সবশেষ তিনি আইপিএল খেলেন ২০১৬ সালে। গুজরাট লায়ন্সের হয়ে ওইবার মাত্র এক ম্যাচ খেলেন তিনি।
পুরোনো ক্লাব দিয়েই আবার আইপিএল খেলতে যাচ্ছেন স্টেইন। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত বেঙ্গালুরুতে ২৮ ম্যাচ খেলে ২৭ উইকেট নেন তিনি।
২০১৭ সালের আইপিএল নিলাম থেকে নিজের নাম তুলে নেন স্টেইন। ক্যারিয়ারকে শঙ্কায় ফেলা কাঁধের চোট কাটাতে ওই সিদ্ধান্ত ছিল তার। কিন্তু গত বছর ও এবারের নিলামে অবিক্রিত থেকে যান প্রোটিয়া পেসার।
বেঙ্গালুরুর আশা স্টেইনের ছোঁয়ায় জয়খরা কাটবে তাদের। ৬ ম্যাচ শেষে একটিও জয়ের দেখা পায়নি তারা। শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বিরাট কোহলির দল।