আইপিএলে প্রথম অধিনায়ক হিসেবে শততম ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। তবে তার এ রেকর্ড গড়া জয়েও কলঙ্কের ছাপ পড়েছে। নিয়ম ভেঙে মাঠে প্রবেশ করায় পানিশমেন্ট করা হয়েছে ধোনিকে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৫তম ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে নাটকীয় জয়ও পেয়েছে ধোনির চেন্নাই।
রাজস্থানের দেয়া ১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ বলে ছয় মেরে দারুণ এক জয় এনে দেন মিচেল স্যান্টনার। এ জয়ে বিড়ল রেকর্ডের মালিক হন ধোনি। অধিনায়ক হিসেবে ১৬৬ ম্যাচে শততম জয়ের রেকর্ড গড়েন তিনি। এমন রেকর্ড নেই আর কোনো ক্রিকেটারের। এইক সঙ্গে দলের জয়ের দিনে নিজেও ৫৮ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা।
ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। বেন স্টোকসের করা চতুর্থ বলটি ফুলটস দিলে বল কোমড়ের ওপরে ওঠায় আম্পায়ার উল্লাস গান্ধি উচ্চতার জন্য ‘নো’ বলের সংকেত দেন। তবে স্কোয়ার লেগ আম্পায়ার তার সিদ্ধান্তটিতে সাড়া দেননি। ফলে ‘নো বল’ বাতিল করা হয়।
বিষয়টি নিয়ে ব্যাটসম্যানরা আম্পায়ারের সাথে কথা বলেন। সেই সময় ধোনি মাঠে প্রবেশ করে সেই আলোচনায় অংশ নেন। যা আইপিএলের কোড অব কনডাক্ট ভাঙা। আর এর ফলে অধিনায়ক ধোনিকে ম্যাচ ফির ৫০ শতাংশ পানিশমেন্ট করা হয়।
১৫১ রানের লক্ষ্যে নেমে চেন্নাই ২৪ রানেই হারায় ৪ উইকেট। আম্বাতি রাইডু ও মহেন্দ্র সিং ধোনি মিলে ৯৫ রানের জুটি গড়েন... @ChennaiIPL @IPL https://t.co/YYRwCoZ4ev
— Sportsmail24.com (@sportsmail24) April 12, 2019
গত ম্যাচের জয়ের ফলে ২৫তম ম্যাচের পর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ধোনির চেন্নাই সুপার কিংস। ৭ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট অর্জন করেছে চেন্নাই। শীর্ষে থাকা চেন্নাইয়ের চেয়ে এক ম্যাচ কম ৬ ম্যাচ খেলে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা।