পোলার্ডের তাণ্ডবে মুম্বাইয়ের নাটকীয় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ এএম, ১১ এপ্রিল ২০১৯
পোলার্ডের তাণ্ডবে মুম্বাইয়ের নাটকীয় জয়

লোকেশ রাহুল মাত্র ৬৪ বলে খেললেন হার না মানা ১০০ রানের ইনিংস। তার অসাধারণ এই সেঞ্চুরি কোনও কাজেই এলো না কিয়েরন পোলার্ডের তাণ্ডবে! ক্যারিবিয়ান ব্যাটসম্যানের ৩১ বলে খেলা ৮৩ রানের টর্নেডো ইনিংসে মুম্বাই ইন্ডিয়ান্স পেয়েছে নাটকীয় জয়। বুধবার তারা শেষ বলে ৩ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে।

আইপিএলে চরম উত্তেজনাকর এক ম্যাচ মঞ্চায়িত হলো মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। লোকেশের সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে পাঞ্জাব স্কোরে জমা করে ৪ উইকেটে ১৯৭ রান। কঠিন এই লক্ষ্য পোলার্ডের অতিমানবীয় ইনিংসে একেবারে শেষ বলে ৭ উইকেট হারিয়ে টপকে যায় মুম্বাই।

নাটকীয় এই জয়ে পুরো কৃতিত্বটাই পাবেন পোলার্ড। বলতে গেলে একা হাতে লড়ে গেছেন তিনি। মাত্র ৩১ বলে খেলেছেন ৮৩ রানের অসাধারণ ইনিংস, যাতে মেরেছেন ১০ বিশাল ছক্কার সঙ্গে ৪টি বাউন্ডারি। ম্যাচের শেষ ওভারে মুম্বাইয়ের দরকার পড়ে ১৫ রান। অঙ্কিত রাজপুতের করা ওই ওভারের প্রথম বলে পোলার্ড মারেন ছক্কা, ম্যাচ আরও জমে যায় বলটি ‘নো’ হওয়ার। তাতে ফ্রি হিটে পরের বলে ক্যারিবিয়ান তারকা মারেন বাউন্ডারি।

অর্থাৎ, ১ বলেই মুম্বাই পেয়ে যায় ১১ রান! তখন সমীকরণ হয় এমন- ৫ বলে জিততে করতে হবে ৪ রান। কিন্তু দ্বিতীয় বলে পোলার্ড আউট হয়ে গেলে আবারও ম্যাচে বাঁকবদল। শেষমেষ ১ বলে স্বাগতিকদের দরকার পড়ে ২ রান। শেষ বলে সেই সমীকরণ মিলিয়ে মুম্বাইকে নাটকীয় জয় এনে দেন আলজারি জোসেফ (১৩ বলে ১৫*)।

পাঞ্জাবের বোলারদের মধ্যে পোলার্ডের কোপটা সবচেয়ে বেশি পড়েছে স্যাম কারানের ওপর। ইংলিশ পেসার ১ উইকেট পেলেও ৪ ওভারে দিয়েছেন ৫৪ রান। রাজপুত পিছিয়ে আছেন সামান্য, ৪ ওভারে ১ উইকেট নিতে খরচ করেছেন তিনি ৫২ রান।

এর আগে ব্যাট হাতে দারুণ সময় পার করেছে পাঞ্জাব। দুই ওপেনার ক্রিস গেইল ও লোকেশ শুরু থেকে ছিলেন মারমুখী। উদ্বোধনী জুটিতে ১২.৫ ওভারে তারা যোগ করেন ১১৬ রান। গেইল ৩৬ বলে ৩ চার ও ৭ ছক্কায় করেন ৬৩ রান। তবে লোকেশ পূরণ করেন সেঞ্চুরি। ৬৪ বলে ৬ চার ও সমান সংখ্যক ছক্কায় খেলেন অপরাজিত ১০০ রানের ইনিংস। যদিও পোলার্ডের তাণ্ডবে বৃথা গেছে তার সেঞ্চুরি।



শেয়ার করুন :


আরও পড়ুন

লিডিং ক্রিকেটারে কোহলির হ্যাটট্রিক

লিডিং ক্রিকেটারে কোহলির হ্যাটট্রিক

পাকিস্তান নারী ক্রিকেটারদের ব্যাটিংয়ের দায়িত্বে ইকবাল ইমাম

পাকিস্তান নারী ক্রিকেটারদের ব্যাটিংয়ের দায়িত্বে ইকবাল ইমাম

ভালো করতে পারেনি আরব আমিরাত, জিম্বাবুয়ের সহজ জয়

ভালো করতে পারেনি আরব আমিরাত, জিম্বাবুয়ের সহজ জয়

ওয়ার্নারকে নিয়ে গ্রায়েম স্মিথের কিছু ‘পরামর্শ’

ওয়ার্নারকে নিয়ে গ্রায়েম স্মিথের কিছু ‘পরামর্শ’