ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেলের অর্ধশত রানে ভর করে ১০৮ রান করা কলকাতার বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। সহজ লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৬ বলা বাকি রেখেই জয় তুলে নেয় ধোনি বাহিনী।
এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সকে নিচে নামিয়ে শীর্ষে ওঠে গেছে ধোনির চেন্নাই সুপার কিংস।
আইপিএলের ২৩মত ম্যাচে মঙ্গলবার (৯ এপ্রিল) এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে কলকাতা। একমাত্র ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল ৪৪ বলে অপরাজিত ৫০ ছাড়া আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি।
দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিকের ব্যাট থেকে। কার্তিক করেন ২১ বলে ১৯ রান। এছাড়া রবিন উথাপ্পার ১১ রান ছাড়া আর কেউ ডাবল ফিগারে রানের অংক নিতে পারেননি।
চেন্নাইয়ের পক্ষে দীপক চাহার ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। এছাড়া হারভাজান সিং ও ইমরান তাহির ২টি করে এবং রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নেন।
১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রেসিসের অপরাজিত ৪৩ রানের উপর ভর করে ১৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ধোনির চেন্নাই সুপার কিংস। ম্যাচ সেরা হয়েছে কলকাতার বিপক্ষে ৩ উইকেট নেওয়া দীপক চাহার।
এদিকে এ জয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা কলকাতাকে নিচে নামিয়ে দিয়েছে চেন্নাই। একই সঙ্গে তালিকার শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে ধোনির চেন্নাই।
আইপিএলের চলমান আসরের ২৩তম ম্যাচে শেষে ৬ ম্যাচ খেলে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস। অপরদিকে সমান সংখ্যক ম্যাচ (৬) খেলে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। দু’দলের রান রেট যথাক্রমে ০.৩১ এবং ০.৬১৪।