শুধু উইকেট বা জয় নয়, আসল লক্ষ্য জানালেন রেকর্ড গড়া জোসেফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৬ এএম, ০৮ এপ্রিল ২০১৯
শুধু উইকেট বা জয় নয়, আসল লক্ষ্য জানালেন রেকর্ড গড়া জোসেফ

আইপিএল অভিষেকেই চমক দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ। অভিষেক ম্যাচেই মাত্র ৩.৪ ওভার বল করে ১২ রান দিয়ে তুলে নিয়েছে ৬ উইকেট।

আইপিএলে এ রেকর্ড গড়া বোলিংয়ে শুধু দর্শকরাই নয়, মুগ্ধ হয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মাও। ম্যাচের শেষে ‘হিটম্যান’ রেহিতও জোসেফের সাক্ষাৎকার নিয়েছেন।

রোহিত বলেন, অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি আর কী আশা করতে পারে কেউ। আলজারি তোমার অভিষেক ম্যাচ নিয়ে কী বলবে? অধিনায়কের এমন প্রশ্নে জোসেফ বলেন, ‘অবিশ্বাস্য লাগছে। স্বপ্নের মতো শুরু করলাম। এত ভালো শুরু করতে পারবো ভাবিনি।’

শুরুটা সত্যিই অসাধারণ ছিল আলজারি জোসেফের। অভিষেকের প্রথম বলটা করার সময়ই ব্যাটসম্যান হিসেবে সামনে ছিলেন ডেভিড ওয়ার্নার। আইপিএলেও চলতি আসরে সর্বাধিক রান শিকারির তালিকায় ওয়ার্নার রয়েছেন শীর্ষে (২৭৯)। এ রকম দুরন্ত ছন্দে থাকা ওয়ার্নারকে প্রথম বলেই ফিরিয়ে দেন জোসেফ।

রোহিতের আরেক প্রশ্নে জোসেফ বলেন, ‘আমি শুধু পরিকল্পনা অনুযায়ী বল করতে চেষ্টা করেছিলাম। আর কিছু মাথায় ছিল না।’

আইপিএল অভিষেকে রেকর্ড গড়া বোলিং করলেও তেমন উদযাপনের মাতেননি জোসেফ। শান্ত স্বভাবের জোসেফ মাঠে নিজের ভূমিকাটা কী বে পালন করবেন সেটা বিষয়ে প্রশ্ন করেন রোহিত। উত্তরে জোসেফ বলেন, ‘আমি উইকেট নিয়ে উৎসব করি না। আমি উৎসব করি দলের জয়ের। আমার লক্ষ্য শুধু উইকেট নেওয়া নয়, দলকে জেতানো।’

জোসেফের উত্তর শুনে মুগ্ধ মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। বলে ওঠেন, ‘দারুণ বলেছ। বোঝাই যাচ্ছে, তুমি কতটা দলের কথা ভাবো। আমাদের পরের ম্যাচে প্রতিপক্ষ কিংস ইলেভেন পঞ্জাব। যে দলে আছে ক্রিস গেইল। তোমার কি বিশেষ কোনও পরিকল্পনা আছে গেইলের বিরুদ্ধে?’

জোসেফ বলেন, ‘খুব জোরে বোলিং করতে চাই।’ এ সময় মজা করে রোহিতই বলে উঠেন, ‘জোরে বোলিং, গেইলের হেলমেটে লক্ষ করে। সঙ্গে সুইং করা।’

অধিনায়কের প্রশ্নের পর খেলা শেষে সাংবাদিকদেরও মুখোমুখি হয়েছিলেন আলজারি জোসেফ। সেখানে এক প্রশ্নের জবাবে জোসেফ বলেন, ‘আমার প্রথম ম্যাচ। তাই মাঠে নেমে নিজের সেরাটা দিতে চেয়েছিলাম শুধু। স্কোরবোর্ডে কত রান রয়েছে সেটা নিয়ে ভাবিনি। প্রথম বল থেকেই তো ম্যাচ সংক্রান্ত সব তথ্য সামনে থাকে। তাই কী রকম বৈচিত্রে বল করতে হবে সেটা বোঝা যায়।’

হায়দরাবাদের সামনে জয়ের জন্য খুব বড় লক্ষ্য না থাকলেও ওয়াংখেড়ের পিচে ব্যাটিং করা যে সহজ হবে না সেটা জানতেন জোসেফ। বলেন, ‘এই পিচে ব্যাটিং করা সহজ নয় জানতাম। তাই আমরা জানতাম ১২০ বলে ১৩৬ তুলতে গিয়ে প্রতিপক্ষ দলের প্রথমেই যদি কয়েকটা উইকেট আমরা তুলতে পারি তা হলে ওরা চাপে পড়ে যাবে।’

স্বপ্নের মতো শুরু করে ম্যাচ জেতালেও জোসেফের লক্ষ্য এখনও পুরো হয়নি। তিনি বলেন, ‘আমি খেলি জেতার জন্য। উইকেট নিয়ে অবশ্যই ভালো লাগে কিন্তু আমার লক্ষ্য দলকে চ্যাম্পিয়ন করা।’ সূত্র : আনন্দবাজার



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিবীয় তরুণের বোলিং তোপে লণ্ডভণ্ড হায়দরাবাদ

ক্যারিবীয় তরুণের বোলিং তোপে লণ্ডভণ্ড হায়দরাবাদ

মুম্বাইয়ের বিপক্ষেও নেই সাকিব

মুম্বাইয়ের বিপক্ষেও নেই সাকিব

ছয় ম্যাচে ছয় হার, পয়েন্ট টেবিলের তলানিতে কোহলিরা

ছয় ম্যাচে ছয় হার, পয়েন্ট টেবিলের তলানিতে কোহলিরা

রাজস্থান রয়্যালসকে সহজে হারিয়ে আবারও শীর্ষে কলকাতা

রাজস্থান রয়্যালসকে সহজে হারিয়ে আবারও শীর্ষে কলকাতা