ছয় ম্যাচে ছয় হার, পয়েন্ট টেবিলের তলানিতে কোহলিরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১২ পিএম, ০৭ এপ্রিল ২০১৯
ছয় ম্যাচে ছয় হার, পয়েন্ট টেবিলের তলানিতে কোহলিরা

ছবি : বিসিসিআই

ইন্ডিয়া প্রিমিয়ার লিগে (আইপিএল) জয় কী তা ভুলে গেছেন কোহলিরা। চলমান আইপিএলের এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেললেও একটিতেও জয়ে দেখা পায়নি রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। সর্বশেষ রোববার দিল্লি ক্যাপিটালসের সাথে ৪ উইকেটে হেরে গেছে কোহলির বেঙ্গালুরু।

টানা পাঁচ ম্যাচে হারের পর রোববার ৬ষ্ঠ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে কোহলির বেঙ্গালুরু। ব্যাট হাতে খুব একটা বড় স্কোর দাঁড় করাদে পারেনি। ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৯ সংগ্রহ করে।

ব্যাট করতে নেমে শুরুতেই মাত্র ৯ রান করে বিদায় নেন পার্থিব প্যাটেল। এরপর বিরাট কোহলি আর এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে ঝড় ওঠার সম্ভাবনা ছিল। তবে সেটাও হয়নি। ১৭ রান করে কাগিসো রাবাদার বলে বিদায় নিতে বাধ্য হন ডি ভিলিয়ার্স। মার্কাস স্টোইনিজ আউট হন ১৫ রান করে। বিরাট কোহলি সর্বোচ্চ ৪১ এবং মঈন আলি করেন ৩২ রান।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দিল্লির দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ৪ উইকেট। ২ উইকেট নেন ক্রিস মরিস।

আগের ম্যাচে ২০৫ রান করেও হেরেছিল ব্যাঙ্গালুরু। এবার ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৫ বল মোকাবেলা করে ৬ উইকেটে বিনিময়ে ১৫২ তুলে দিল্লি। ফলে এবারও আর জয়ের মুখ দেখা হয়নি কোহলির বেঙ্গালুরুর। চলমান আসরে ছয়টি ম্যাচ খেলে সবক’টিতেও পরাজয় বরণ করলো ভারতী জাতীয় দলের অধিনায়কের দল বেঙ্গালুরু।

এদিকে কোন ম্যাচে জয় না পাওয়ায় আইপএলের পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থার করছে বেঙ্গালুরু। ছয় ম্যাচে ছয় হার নিয়ে শূণ্য পয়েন্টের সাথে তাদের রান রেটও ঋণাত্মক (-১.৪৫৩)।

আইপিএলের এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৪ জয় নিয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস। এছাড়া ৫ ম্যাচ খেলে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিবীয় তরুণের বোলিং তোপে লণ্ডভণ্ড হায়দরাবাদ

ক্যারিবীয় তরুণের বোলিং তোপে লণ্ডভণ্ড হায়দরাবাদ

২০০ করেও হারের বৃত্তে কোহলির বেঙ্গালুরু

২০০ করেও হারের বৃত্তে কোহলির বেঙ্গালুরু

সাকিবের ভূয়সী প্রশংসায় হায়দরাবাদ মেন্টর লক্ষ্মণ

সাকিবের ভূয়সী প্রশংসায় হায়দরাবাদ মেন্টর লক্ষ্মণ

আইপিএল জুয়ায় ভারতীয় সাবেক কোচ গ্রেফতার

আইপিএল জুয়ায় ভারতীয় সাবেক কোচ গ্রেফতার