সাকিবহীন হায়দরাবাদের জয়রথ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২:৩২ এএম, ০৫ এপ্রিল ২০১৯
সাকিবহীন হায়দরাবাদের জয়রথ অব্যাহত

ছবি: ক্রিকইনফো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একটি ম্যাচ খেলার পর আর দলে নেই সাকিব। পর পর তিনটি ম্যাচে বসিয়ে রাখা হয়েছে বাংলাদেশের টেস্ট ও টি-২০ এ অধিনায়ককে।

তবে সাকিবহীন সানরাইজার্স হায়দরাবাদ অব্যাহত রেখেছে জয়রথ । দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয়ে তুলে নেওয়ার পাশাপাশি পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠেছে এসেছে ওরেন্জ আর্মিরা।

ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বৃহস্পতিবার আইপিএলের ১৬তম ম্যাচে হায়দরাবাদ টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে এ দিন খুব একটা সুবিধা করতে পারেনি দিল্লী। অধিনায়ক শ্রেয়াস লায়ারের ৪১ বলে ৪৩ রানই ছিল দিল্লীর সর্ব্বোচ।

আর বাকী ব্যাটসম্যানদের ব্যাট থেকে আসে ৮১ রান। ফলে ৮ উইকেট হারিয়ে দিল্লী ১২৯ রান তোলে।

১৩০ রানের লক্ষ্য হায়দরাবাদের জন্য মামুলি ছাড়া আর কিছু নয়। শুরুতে এমনটাই মনে হচ্ছিলো। জনি বেয়ারস্টো ২৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসটা হায়দরাবাদকে সাহস যুগিয়ে ছিল।

কিন্তু দিল্লীর বোলারদের দলীয় অবদানে নাস্তানাবোধ করে ফেলছি। এদিন ব্যার্থ মিডল অর্ডারের ব্যাটসম্যানরা।

তবে চার আর পাঁচে নামা ইউসূফ পাঠান এবং নবি ছিল ব্যাতিক্রম। হায়দরাবাদের জয় যখন পেন্ডুলামের মত ঝুলছিল, তখন দুজন গড়েন ছোট খাট একটি জুটি।

নবির ৯ বলে ১৭ এবং ইউসূফের ১১ বলে ৯ রানই মূলত হায়দরাবাদের তৃতীয় জয়ের স্বাদ দেয়। ২৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে ম্যাচ সেরা হন জনি বেয়ারস্টো।



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই মাস পর বোলিংয়ে তাসকিন

দুই মাস পর বোলিংয়ে তাসকিন

সহজ জয়ে আবাহনীর সাথেই ছুটছে রূপগঞ্জ

সহজ জয়ে আবাহনীর সাথেই ছুটছে রূপগঞ্জ

জহুরুলের দুর্দান্ত ইনিংসে আবাহানী জয়

জহুরুলের দুর্দান্ত ইনিংসে আবাহানী জয়

আইপিএলে মাঠের বাইরে সাকিবের ‘হ্যাটট্রিক’

আইপিএলে মাঠের বাইরে সাকিবের ‘হ্যাটট্রিক’