আইপিএলে দিল্লির বিপক্ষে ম্যাচেও নেই সাকিব। এ নিয়ে পর পর তিন ম্যাচে বসিয়ে রাখা হলো হায়দরাবাদের এ অলরাউন্ডরকে।
মাত্র একটিতে খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। নিজের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি তিনি। ৪২ রানে ১ উইকেট। এরপরই দল থেকে ছিটকে যান।
দ্বিতীয় ম্যাচে সাকিবকে বসিয়ে একাদশে ফেরানো হয় কেন উইলিয়ামসনকে। তৃতীয় ম্যাচে অবশ্য নিউজিল্যান্ড অধিনায়ককেও বসে থাকতে হয়। তার জায়গায় দলে নেয়া হয় মোহাম্মদ নবিকে। ওই ম্যাচে ১১ রানে ৪ উইকেট নেন আফগান তারকা।
হায়দরাবাদ একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, মনিশ পান্ডে, দীপক হুদা, মোহাম্মদ নবী, রশিদ খান, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কাউল।
দিল্লি একাদশ
পৃথ্বি শ, শেখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত, কলিন ইনগ্রাম, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা, রাহুল তেওয়াশিয়া, অক্ষর প্যাটেল, সন্দীপ লামিচানে।