আইপিএলে টানা দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন সাকিব আল হাসান। তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আখ্যা দিয়েছেন হায়দরাবাদ মেন্টর এবং সাবেক ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ। শুধু অরেঞ্জ আর্মিদেরই নয়, বাংলাদেশ ক্রিকেটের জন্যই বিশ্বসেরা অলরাউন্ডারকে মূল্যবান খেলোয়াড় বলে অভিহিত করেছেন তিনি।
সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে কাজ করার সুবিধাও উল্লেখ করেছেন লক্ষ্মণ। তার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, হ্যাঁ, সে অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কেবল আমাদেরই নয়, টাইগারদের জন্যও মহাগুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার সঙ্গে কাজ করার সুবিধা আছে।
এবারের আইপিএলে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব। তবে নিজের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচে তেমন সুবিধা করে উঠতে পারেননি তিনি। এর পর দল থেকে ছিটকে গেছেন এ টাইগার।
তবে না খেললেও সাকিব যে দলের জন্য যথেষ্ট গুরুত্ব বহন করেন তা অকপটে স্বীকার করেছেন লক্ষ্মণ। মূলত সে কারণেই এবারও তাকে ধরে রেখেছেন সানরাইজার্স।