চেন্নাইয়ের কাছে হেরে গেল রাজস্থান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫০ এএম, ০১ এপ্রিল ২০১৯
চেন্নাইয়ের কাছে হেরে গেল রাজস্থান

ইন্ডিয়া প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশতম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৮ রানের হেরে গেছে রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে চেন্নাইয়ের দেয়া ১৭৬ রানের টার্গেটে ১৬৭ রান সংগ্রহ করে রাজস্থান।

মহেন্দ্র সিং ধোনির হাফ সেঞ্চুরিতে চলমান আইপিএলে টানা তৃতীয় জয় পেল চেন্নাই সুপার কিংস। এর ফলে গত ম্যাচ জিতে শীর্ষে ওঠা সানরাইজার্স হায়দরাবাদকে পেছনে ফেললো চেন্নাই।

রোববার (৩১ মার্চ) এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই ২৭ রানে ৩ উইকেট হারালে ক্রিজে নামেন ধোনি। সুরেশ রায়নার (৩৬) সঙ্গে ৬১ রানের জুটি গড়েন অধিনায়ক।

এরপর ডোয়াইন ব্রাভোর সঙ্গে আরেকটি পঞ্চাশ ছাড়ানো জুটিতে লড়াই করার মতো স্কোর গড়তে অবদান রাখেন ধোনি। তাদের জুটি ছিল ৫৬ রানের।

শেষ ওভারে দারুণ বোলিংয়ে জয়ে ভূমিকা রাখলেন ব্রাভোরবীন্দ্র জাদেজাকে নিয়ে শেষ ৯ বলে ৩১ রান তোলেন ধোনি। ৪৬ বলে চারটি করে চার ও ছয়ে ৭৫ রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

রাজস্থানের পক্ষে বল হাতে জোফরা আর্চার সর্বোচ্চ দুটি উইকেট নেন।

১৭৬ রানের লক্ষ্যে খেলতে নামা রাজস্থানের প্রথম তিন উইকেট তুলে নেয় ১৪ রানে। ৬১ রানের জুটি গড়ে এই ধাক্কা সামাল দেন স্টিভেন স্মিথ ও রাহুল ত্রিপাঠী। দু’জনকে ১৯ রানের ব্যবধানে আউট করে ম্যাচে ফেরে চেন্নাই। ত্রিপাঠী ৩৯ ও স্মিথ ২৮ রানে মাঠ ছাড়েন।

তবে ক্রিজে নেমে আর্চারকে নিয়ে জয়ের সম্ভাবনা জাগান বেন স্টোকস। তাতে শেষ ওভারে ১২ রান দরকার ছিল রাজস্থানের। কিন্তু প্রথম বলেই স্টোকসকে ফেরান ব্রাভো।

২৬ বলে একটি চার ও তিন ছয়ে ৪৬ রানে আউট হন ইংলিশ ব্যাটসম্যান। পঞ্চম বলে আরও একটি উইকেট হারায় অতিথিরা। আর্চার ১১ বলে ২৪ রানে টিকে ছিলেন। তবে জয় তুলে নিতে পারেননি।

চেন্নাইয়ের পক্ষে দীপক চাহার, শারদুল ঠাকুর, ইমরান তাহির ও ব্রাভো দুটি করে উইকেট নেন।

তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে ওঠে গেল ধোনিরা। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হায়দরাবাদ। সমান পয়েন্টে সেরা পাঁচের বাকি দল কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পাঞ্জাব।



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবহীন ম্যাচে হায়দরাবাদের বড় ব্যবধানে জয়

সাকিবহীন ম্যাচে হায়দরাবাদের বড় ব্যবধানে জয়

রোহিতের ১২ লাখ রুপি জরিমানা

রোহিতের ১২ লাখ রুপি জরিমানা

আইপিএলে রেকর্ড গড়লেন গেইল

আইপিএলে রেকর্ড গড়লেন গেইল

সুপার ওভারে খেলা নিয়ে কলকাতাকে হারালো দিল্লি

সুপার ওভারে খেলা নিয়ে কলকাতাকে হারালো দিল্লি