আইপিএলে টানা দুই হারে আরও একটি হতাশাজনক মৌসুমের পথে বেঙ্গালুরু? টুর্নামেন্টের শুরুতে এমন সংশয় প্রকাশ করা অবশ্য যৌক্তিক নয়। টানা হারে বিপর্যস্ত সেই দলটি আজ বিকাল সাড়ে ৪টায় সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রাজীব গান্ধী স্টেডিয়ামে।
আজকেও সাকিব আল হাসানকে ছাড়াই হয়তো নামতে যাচ্ছে তারা। গত ম্যাচে জয়ের ধারায় ফিরতে ভূমিকা রেখেছেন ডেভিড ওয়ার্নার। আর অধিনায়ক কেন উইলিয়ামসন চোট থেকে ফেরাতেই বাদ পড়েছেন প্রথম ম্যাচ খেলা সাকিব।
অপর দিকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হয়তো জয়ের দেখা পেয়েই যেত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৮৮ রানের তাড়ায় শেষ বলে মালিঙ্গার লেগ নো আম্পায়ারদের চোখ এড়িয়ে যাওয়ায় হার বরণ করতে হয় কোহলিদের। অবশ্য ম্যাচ শেষে এ নিয়ে ক্ষুব্ধ অনুভূতি প্রকাশ করেছিলেন কোহলি এই বলে, ‘এটা ক্লাব ক্রিকেট নয়, আইপিএল।’
সানরাইজার্সের সম্ভাব্য একাদশ:
ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, দিপক হুদা, ইউসুফ পাঠান, রশিদ খান, শাহবাজ নাদিম, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্ধ কৌল ও সন্দীপ শর্মা।