ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলমান আসরের প্রথমবারের মতো সুপার ওভারের খেলা উপভোগ করলো ক্রিকেট বিশ্ব। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইর্ডাসকে হারিয়ে জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
সুপার ওভারে প্রথমে ব্যাট হাতে মাঠে নামে দিল্লি ক্যাপিটালস। ৬ বলে ১ উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করে তারা। জবাবে ১ উইকেট হারিয়ে ৭ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইর্ডাস। ফলে সুপার ওভারে দিল্লির কাছে ৩ রানে হেরে যায় কলকাতা।
এর আগে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে শনিবার আইপিএল’র চলমান আসরের দশম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে কলকাতা। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। ম্যাচের ফলাফল টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। চলমান আইপিএলে এটিই প্রথম সুপার ওভার।
ব্যাট করতে নেমে অধিনায়ক দিনেশ কার্তিকের ৩৬ বলে ৫০ রান এবং আন্দ্রে রাসেলের ২৮ বলে ৬২ রানের উপর ভর করে ১৮৫ রানের বড় স্কোর সংগ্রহ করে কলকাতা। কলকাতার বিপক্ষে বল হাতে হার্সেল পাটেল ২টি এবং বাকি চারজন একটি করে উইকেট তুলে নেন।
১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার পৃথ্বী শাহ ৫৫ বলে ৯৯ রান তুলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এছাড়া অধিনায়ক শ্রেয়াস লায়ার ৩২ বলে ৪৩ রান করেন। শেষ দিকে ১ বলে ২ রান প্রয়োজন হলে হনুমা বিহারি ১ রান সংগ্রহ করতে পারলেও দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
ম্যাচ সেরা হয়েছে ৫৫ বলে ৯৯ রান করা দিল্লি ক্যাপিটালসের পৃথ্বী শাহ।
দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে খেলে সমান ৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে কলকাতা।