একজন ক্রিকেটারের পারফরম্যান্সই শেষ কথা। পারফরম্যান্স করতে পারলে দলে থেকে যাবেন ওই ক্রিকেটার; পাবেন যশ খ্যাতি। আর পারফরম্যান্সের ছন্দপতন ঘটলে ছিটকে যাবেন তারকাখ্যাতির চূড়া থেকে।
এর সবচেয়ে বড় প্রমাণ বোধহয় কামরান খান। ভারতীয় এই ক্রিকেটার এক সময় বল হাতে মাতিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কিন্তু বর্তমানে ক্রিকেট থেকে অনেক দূরে রয়েছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। বর্তমানে কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন এই পেসার।
২০০৯ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে সাড়া জাগিয়েছিলেন কামরান। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে অদ্ভুত অ্যাকশনে বল করা এই পেসারকে ভবিষ্যতের তারকা বলেও আখ্যা দিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন।
দুই বছর রাজস্থান রয়্যালসের হয়ে খেলার পর ২০১১ সালে পুনে ওয়ারিয়র্সের হয়েও মাঠে নেমেছিলেন কামরান। ওই সময় তার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে। যার জেরে আইপিএল থেকেই ছিটকে যান।
আইপিএল থেকে ছিটকে গিয়ে কিছুদিন হায়দরাবাদের স্থানীয় ক্লাবে খেলেছিলেন। কিন্তু বর্তমানে উত্তর প্রদেশের আজমগড়ের এই ক্রিকেটার চাষাবাদ করেন ভাইয়ের খেতে।
কামরান জানান, আইপিএল মাতানো ক্রিকেট থেকে কৃষিকাজে জড়িয়ে পড়া নিয়ে অনেকেই ঠাট্টা করেন তার সঙ্গে। পরিস্থিতির শিকার হয়ে মুখ বুজে তাকে সহ্য করতে হয় এসব। তবে কৃষক পরিচয় নিয়েও সকাল ও সন্ধ্যায় ক্রিকেট অনুশীলন করেন বলে জানিয়েছেন কামরান।
হতাশাজনক বিষয়টি নিয়ে টুইটারে পোস্টও দিয়েছিলেন শেন ওয়ার্ন। সেখানে তিনি দুঃখও প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার।