আইপিএল থেকে উইলির নাম প্রত্যাহার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ পিএম, ৩০ মার্চ ২০১৯
আইপিএল থেকে উইলির নাম প্রত্যাহার

ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার ডেভিড উইলি। চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় উইলি মূলত পারিবারিক কারণে টুর্নামেন্ট থেকে দেশে ফিরে যাচ্ছেন।

চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার কথা ছিল উইলির। কিন্তু দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়া তার স্ত্রী ক্যারোলিনের পাশে থাকতেই আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন ইংলিশ অলরাউন্ডার। কিছুদিন পরে টি-টোয়েন্টির এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও সেটা হচ্ছে না ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতির কারণে।

২৫ এপ্রিল থেকে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতি। এই সময় ইংলিশ সব খেলোয়াড়কে যোগ দিতে হবে ক্যাম্পে। তাই আইপিএলে যাওয়া সম্ভব হচ্ছে না উইলির। বিষয়টি চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ বুঝতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি।

ইয়র্কশায়ারের প্রাক মৌসুম প্রস্তুতিতে সংবাদমাধ্যমকে উইলি নিশ্চিত করেছেন, ‘দুর্ভাগ্যবশত, পারিবারিক কারণে আইপিএল থেকে আমি সরে দাঁড়িয়েছি। চেন্নাই বিষয়টি বুঝতে পেরেছে এবং সমর্থন দিয়েছে।’

সঙ্গে যোগ করেছেন, ‘কখনও সহজ সিদ্ধান্ত ছিল না। যদিও পরিবারের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আমার স্ত্রী আমাদের দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছে, সময়টা বেশ কঠিন, তাই এই মুহূর্তে আমাকে ইংল্যান্ডেই থাকতে হবে।’



শেয়ার করুন :