সাকিবহীন সানরাইজার্স হায়দ্রাবাদের জয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২:১২ এএম, ৩০ মার্চ ২০১৯
সাকিবহীন সানরাইজার্স হায়দ্রাবাদের জয়

ছবি: ক্রিকইনফো

আইপিএলে সাকিবহীন ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে অরেঞ্জ আর্মিরা।

শুক্রবার রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। তবে শুরুতেই হোচট খায় আজিঙ্কা রাহানের দল। দলীয় মাত্র ১৫ রানেই রাজস্থান শিবিরে আঘাত হানে শাহবাজ নাদিম। নাদিমের বলে ক্যাচ দিয়ে মাত্র ৫ রানে সাজঘরে ফিরেন জস বাটলার।

তবে শুরুর হোচট কাটিয়ে তুলেন অধিনায়ক রাহানে ও সঞ্জু স্যামসন। এই দুই ভারতীয় ব্যাটসম্যানের দুর্দান্ত জুটিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় রাজস্থান। এসময় আইপিএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরি তুলে নেন স্যামসন।

এরপর দলীয় ১৩৪ রানের সময় রশিদ খানের বলে বোল্ড হন রাহানে। তিনি ফিরেন ৪৯ বলে ৭০ রান করে। রাহানে ফিরে গেলে

এরপর বেন স্টোকসকে সাথে নিয়ে জুটি গড়েন স্যামসন। দুজনের ছোট জুটিতে ১৯৮ রানের বড় লক্ষ্য দাঁড় করায় রাজস্থান।

বড় লক্ষ্যের জবাবে শুরুটা ভালোই হয় সানরাইজার্সের। সানরাইজার্সের দুই ওপানার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো বড় জুটি গড়েন। দলীয় ১১০ রানের সময় আরেঞ্জ আর্মির শিবিরে আঘাত হানেন বেন স্টোকস। ৩৭ বলে ৬৯ রান করে সাজঘরে ফিরেন ওয়ার্নার। এরপর জনি বেয়ারস্টো (৪৫), কেন উইলিয়ামসন (১৪), বিজয় শঙ্কর (৩৫) রান করে আউট হন।

তবে শেষ দুই ওভারে চাপে পড়ে সানরাইজার্স। কিন্তু ইউসুফ পাঠান ও রশিদ খানের দুর্দান্ত জুটিত আইপিএলে প্রথম জয়ের দেখা পায় সানরাইজার্স হায়দ্রাবাদ।

এদিন সাকিবকে একাদশের বাইরে রাখে সানরাইজার্স হায়দ্রাবাদ। সাকিবের পরিবর্তে দলে ফিরেন অধিনায়ক কেন উইলিয়ামসন।



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে প্রথম সেঞ্চুরির দেখা

আইপিএলে প্রথম সেঞ্চুরির দেখা

দ্বিতীয় ম্যাচে সাকিবকে বসিয়ে রাখলো হায়দ্রাবাদ

দ্বিতীয় ম্যাচে সাকিবকে বসিয়ে রাখলো হায়দ্রাবাদ

এরার উল্টো অশ্বিনকেই দুষছে এমসিসি

এরার উল্টো অশ্বিনকেই দুষছে এমসিসি

সাকিবের সানরাইজার্সের মুখোমুখি রাজস্থান

সাকিবের সানরাইজার্সের মুখোমুখি রাজস্থান