গতবারের অধিনায়ক যোগ দিয়েছেন দলে। সানরাইজার্স হায়দরাবাদ পড়তে যাচ্ছে ভালো সমস্যায়। কোন চার বিদেশী থাকবে দলে। সাকিব, রশিদ, ওয়ার্নার, বেরিষ্ট্রো খেলেছেন আসরের প্রথম ম্যাচে। আজ তাহলে বাদ পড়বেন কে?
আজ শুক্রবার সন্ধ্যায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে হায়দরাবাদ। তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়ালস। নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে শেষ ওভারে হেরে আসর শুরু করে সানরাইজার্সরা।
আজ ঘুরে দাঁড়ানোর ম্যাচ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের অষ্টম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
হায়দরাবাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথম ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে। তার পরিবর্তে অধিনায়কত্ব করেন ভুবনেশ্বর কুমার।
আজ যদি উইলিয়ামসন খেলেন তাহলে বাদ পড়তে হবে ওয়ার্নার কিংবা জনি বেরিষ্ট্রোর যে কাউকে।
গত ম্যাচে ওয়ার্নার ৫৩ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। বেরিষ্ট্রোও করেন ৩৫ বলে ৩৯ রান।
এদিকে রাজস্থানও নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ১৪ রানে হেরে আসর শুরু হয়ে তাদের।