নো-বল নাটকে হেরে গেল বিরাট কোহলিরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৯ মার্চ ২০১৯
নো-বল নাটকে হেরে গেল বিরাট কোহলিরা

ছবি : বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ‘নো বল’ কেলেঙ্কারি কমছে না। ইডেনে নো বলের জন্য আন্দ্রে রাসেলের আউট বাতিলের ‘নাটকের’ পর বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আবার ‘নো বল’ নাটক। শেষ পর্যন্ত হেরে গেছে বিরাট কোলহির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)।

ম্যাচের শেষ বল করতে গিয়ে লাসিথ মালিঙ্গার পা ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিল, তবে তা আম্পায়ারের চোখ এড়িয়ে যায়। যা টিভি রিপ্লেতে ধরা পড়ে।

চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের সপ্তম ম্যাচের শেষ বলে জেতার জন্য সাত রান দরকার ছিল বিরাট কোহলিদের। কিন্তু সেই বলে লাসিথ মালিঙ্গার বল আম্পায়ার ‘নো’ ডাকলে ম্যাচটা জেতার শেষ সুযোগ পেতেন দুই ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্স ও শিবম দুবে।

রিপ্লে এই চরম ভুল দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি আরসিবি অধিনায়ক বিরাট কোহালি। রিপ্লে দেখে ক্ষোভে ফেটে পড়েন আরসিবি অধিনায়ক বিরাট কোহালি। আম্পায়ারিংয়ের বিরুদ্ধে তিনি বলেন, ‘এটা কি আইপিএল হচ্ছে, না ক্লাব স্তরের ক্রিকেট? আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত ছিল। শেষ বলে যা হলো, তা হাস্যকর। এত হাড্ডহাড্ডি ম্যাচে এ রকম ঘটনা! জানি না কী বলবো। আম্পায়ারদের আরও সতর্ক হওয়া উচিত ছিল।’

তবে শেষের দিকে এই অপ্রীতিকর ঘটনাটা বাদ দিলে চিন্নাস্বামীতে এ দিন বিরাট ও বুমরার দ্বৈরথ বেশ জমে উঠেছিল। কেউই যে কাউকে ছাড়ার পাত্র নন, বৃহস্পতিবার তা বুঝিয়ে দেন তারা। শুরুতেই বুমরাকে পরপর তিন বলে চার হাঁকান বিরাট। দশ ওভার পরে বল হাতে ফিরে এসে বিরাটকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে বুমরা জানিয়ে দেন ‘হিসাব বরাবর’।
NO_Ball_IPL
তাদের মুখোমুখির শুরুতেই বুমরাকে বাউন্ডারি পার করিয়ে দেন বিরাট। যথাক্রমে লং অন, থার্ড ম্যান ও কভার অঞ্চল দিয়ে। প্রথম ওভারেই পরপর তিনটি চার হজম করার পরে তখনই আর বোলিংয়ে ফেরেননি ভারতীয় পেসার। যখন ফেরেন, তখন জয় থেকে ৭৫ রান দূরে আরসিবি। ক্রিজে এ বি ও বিরাট।

সেই ওভারেই আইপিএলে পাঁচ হাজার রান পূর্ণ করার পরে আউট হন বিরাট। গুজরাতি পেসারের শর্ট বল মেরে ওড়াতে গিয়ে ঠিকমতো ব্যাটে-বলে করতে পারেননি বিরাট।

এছাড়া বিধ্বংসী এ বি ডি’ভিলিয়ার্স চারটি চার ও ছ’টি ছয়-সহ ৪১ বলে ৭০ রান করার পরেও শেষ ওভারে ১৭ রান তুলে দলকে জেতাতে পারেননি। যদিও আম্পায়ার ভুল না করলে একটা শেষ সুযোগ পেতেন তারা।

বিরাট ও বুমরার যুদ্ধ শুরুর আগে রোহিত ৩৩ বলে ৪৮ রান করে ও ৩৮ রানে চার উইকেট নিয়ে চহাল সেই মঞ্চ মাতিয়ে দিয়েছিলেন। ভারতীয় লেগস্পিনারের দাপট সামলে ১৮৭-৮ তোলে মুম্বই। কিন্তু সে সব ম্লান হয়ে যায় বিরাট, এ বি-র দাপট ও নাটকের একেবারে শেষ অঙ্কে।



শেয়ার করুন :


আরও পড়ুন

সুযোগ পেয়েও আউট করলেন না রাসেল!

সুযোগ পেয়েও আউট করলেন না রাসেল!

দুই ম্যাচে দুই গাড়ি, গ্যারাজ বড় করতে হবে আন্দ্রে রাসেলের

দুই ম্যাচে দুই গাড়ি, গ্যারাজ বড় করতে হবে আন্দ্রে রাসেলের

কিংস ইলেভেন পাঞ্জাবকেও হারিয়ে দিল কলকাতা

কিংস ইলেভেন পাঞ্জাবকেও হারিয়ে দিল কলকাতা

আইপিএলের জন্য শ্রীলঙ্কার নিয়ম শিথিল

আইপিএলের জন্য শ্রীলঙ্কার নিয়ম শিথিল