সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চলমান আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে টাইগার সাকিব আল হাসানের বলে ছক্কা মেরে জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচেও কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২৮ রানের জয় তুলে নিল কেকেআর।
কিংস ইলেভেন পাঞ্জাব টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ফলে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাবের বোলারদের ভালোই শাসন করেন কলকাতার ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে মাত্র ৪ উইকেট হারিয়ে ২১৮ রানের বড় সংগ্রহ গড়ে তোলে কলকাতা।
ব্যাট হাতে ওপেনার ক্রিস লিন ব্যর্থ হলেও (১০ বলে ১০) আরেক ওপেনার সুনীল নারিন ঝড় তোলেন। ৯ বলে ১ চার আর ৩ ছক্কায় ২১ রান করেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।
৩৬ রানে ২ উইকেট হারানোর তৃতীয় উইকেটে হাল ধরেন নীতিশ রানা আর রবিন উথাপ্পা। ১১০ রানের বড় জুটি গড়ার পথে দু’জনই করেন ঝড়ো ব্যাটিং। ৩৪ বলে ২টি চার আর ৭টি ছক্কার মারে ৬৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন রানা।
উথাপ্পার সঙ্গে পরে যোগ দেন আন্দ্রে রাসেল। আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের জয় কেড়ে নেয়া এই ক্যারিবীয় অলরাউন্ডার পাঞ্জাবের বিপক্ষেও খেলেছেন ১৭ বলে ৪৮ রানের ইনিংস। ৩ চার আর ৫ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।
৫০ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ইনিংসের শেষ পর্যন্ত উথাপ্পা অপরাজিত থাকেন ৬৭ রানে। পাঞ্জাবের পক্ষে মোহাম্মদ শামি, ভিলজয়েন, বরুণ চক্রবর্তী আর অ্যান্ড্রু টাই একটি করে উইকেট নেন।
২১৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯০ রানের থেমে যায় কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৮ রানের জয় তুলে নিয়ে মাঠ ছাড় কলকাতা।
পাঞ্জাবের হয়ে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে গেইল। মাত্র ১৩ বল মোকাবেলা করে ২০ রানে আউট হয়েছেন তিনি। তার ব্যর্থতার দিনে আরেক ওপেনার রাহুল ৫ বল মোকাবেলা করে রান করেছেন মাত্র ১। দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন ডেবিড মিলার। ৪০ বল মোকাবেলা করে অপরাজিত ৫৯ রান করেন তিনি। এছাড়া ৩৪ বল খেলে ৫৮ রান করেন মায়াঙ্ক আগরওয়াল।
তবে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন আরেক ইন্ডিয়ান ক্রিকেটার মানদীপ সিং। মাত্র ১৫ বল মোকাবেলা করে তিনি করেন ৩৩ রান। তবে দলে হার এড়ানো সম্ভব হয়নি।
ব্যাট হাতে ঝড় তোলে ১৭ বলে ৪৮ রান ও বল হাতে ৩ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন কলকাতার আন্দ্রে রাসেল।