কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারলেও মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে অনুশীলন করেছেন ভারতের ডান-হাতি পেসার জসপ্রিত বুমরাহ। প্রায় ২০ মিনিট মুম্বাই ইন্ডিয়ান্সের অনুশীলনে ছিলেন বুমরাহ।
জগিং, ওয়ার্ম-আপ, ফিল্ডিং-ক্যাচ সবই করেছেন তিনি। তবে নেটে বোলিং করেননি বুমরাহ। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে মুম্বাই’র ফিজিওরা।
গত রোববার নিজেদের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের শেষ ওভারের শেষ বল ডেলিভারি করে ফিল্ডিং করতে গিয়ে বাঁ-কাঁধে আঘাত পান বুমরাহ। সাথে সাথে মাঠে পড়ে যান তিনি। তখনই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
মুম্বাইয়ের হয়ে আর ব্যাট হাতে নামেননি বুমরাহ। পরে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘বুমরাহ আগের চেয়ে ভালো আছেন। কোন ব্যথা অনুভব করছেন না।’
এদিকে বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স।
Watch: @Jaspritbumrah93 and @iamanmolpreet28 during a fielding drill at the Chinnaswamy.#CricketMeriJaan #MumbaiIndians #OneFamily #RCBvMI pic.twitter.com/Ps4QcKTovD
— Mumbai Indians (@mipaltan) March 26, 2019