আইপিএলে দ্বাদশ আসরের শুরুর দিন থেকেই সৃষ্টি হয়েছে পিচ নিয়ে বিতর্ক। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ শেষে প্রশ্ন উঠেছিল এম এ চিদম্বরম স্টেডিয়ামের পিচ নিয়ে। বিরাট কোহালির ব্যাঙ্গালোরকে মাত্র ৭০ রানে অল-আউট করেছিল চেন্নাই।
রান তুলতে গিয়ে চেন্নাইও হারায় ৩ উইকেট। ম্যাচের পর চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট দুজনেই বলেছিলেন, যে রকম আশা করেছিলেন সে রকম পিচ ছিল না। সাবেক অস্ট্রেলীয় ওপেনার ম্যাথু হেডেনের মত ছিল এই পিচ 'নিম্ন মানের'।
পিচ বিতর্ক সামলাতে এ বার আসরে নামল ভারতীয় বোর্ড। প্রথম ম্যাচে পিচ নিয়ে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের ভারতীয় বোর্ড সতর্ক করে বলেছে, স্পোর্টিং উইকেট তৈরি করতে হবে।
সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, বিসিসিআই সাধারণত আইপিএলের পিচ নিয়ে নাক গলায় না। ফ্র্যাঞ্চাইজির স্বাধীনতা থাকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। তবে বোর্ড মনে করে, পিচের সুবিধা ব্যাটসম্যান কিংবা বোলার- যেকোনো এক পক্ষ পেতে পারে না।
উদ্বোধনী ম্যাচের পিচ নিয়ে ধোনি বলেছিলেন, 'এরকম পিচ মোটেও আশা করিনি। খুবই ধীর গতির পিচ। আমার তো ২০১১ চ্যাম্পিয়ন্স লিগের উইকেটের কথা মনে পড়ে যাচ্ছে। এরকম পিচ থাকলে আমাদের জন্য সমস্যা। নিশ্চিতভাবে পিচ আরও ভালো হওয়া উচিত। শিশির পড়লেও প্রচণ্ড বল ঘুরছিল পিচে পড়ার পরে। আমার মনে হয়, ম্যাচে আরও বেশি রান হওয়া উচিত।'
একই সুরে সমালোচনা করেছিলেন চেন্নাইয়ের প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছিলেন, 'এই পিচে ব্যাটিং করা সহজ ছিল না। তবে উইকেটটা প্রথমে দেখে সে রকম মনে হয়নি।'