বর্তমান চ্যাম্পিয়নরা আবারও যে আইপিএলের শিরোপা ঘরে তুলতে মরিয়া সেটার ইঙ্গিত দিচ্ছে চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ধোনিরা।
মঙ্গলবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম দিল্লি টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে শিখর ধাওয়ান, প্রিথবি শো এবং রিশাব পান্ত ছাড়া বাকীদের ব্যাটিং জ্বলে উঠনি।
শিখর ৪৭ বলে ৫১, প্রিথবি ১৬ বলে ২৪ এবং রিশাব ১৩ বলে ২৫ রান করেন। আর বাকী ৫ ব্যাটসম্যান মিলে তুলেন ৪০ রান।
ফলে দিল্লি ক্যাপিটালস ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে। চেন্নায়ের হয়ে ব্রাভো তিনটি উইকেট নেন। এছাড়া চাহার, জাদেজা ও ইমরান তাহির একটি করে উইকেট পান।
১৪৮ রানের জয়ের লক্ষ্যে নেমে ওয়াটসনের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যায় চেন্নাই। ওয়াটসন ৪৪ রান করে আউট হন। এছাড়া রায়না ৩০ এবং যাদব ২৭ রান করে আউট হয়।
পরে ব্রাভোকে সাথে নিয়ে অধিনায়ক ধোনি দলকে দ্বিতীয় জয় উপহার দেন। ধোনি ৩৫ বলে ৩২ এবং ব্রাভো ৩ বলে ৪ চার করে অপরাজিত থাকেন।
দিল্লির হয়ে মিশরা দুটি উইকেট না। এছাড়া রাবাদা ও শার্মা একটি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন চেন্নায়ের ওপেনার শেন ওয়াটসন।