শ্বাসরুদ্ধকর ম্যাচে পাঞ্জাবের নাটকীয় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫১ এএম, ২৬ মার্চ ২০১৯
শ্বাসরুদ্ধকর ম্যাচে পাঞ্জাবের নাটকীয় জয়

ছবি : বিসিসিআই

উত্তেজনাপূর্ণ ও শ্বাসরুদ্ধকর ম্যাচে সোমবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৪ রানে জয় তুলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিল না।

কিংস ইলিভেন পাঞ্জাবের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিং করে রাজস্থান রয়্যালস। দুর্দান্ত ব্যাটিং করছিলেন জস বাটলার। তার ব্যাটে চড়ে জয়ের স্বপ্ন দেখছিল রাজস্থান রয়্যালস। তবে বিতর্কিত এক ঘটনার পর ক্রিজে আসেন স্টিভেন স্মিথ।স্যামসনের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন তিনি।

রাজস্থানর জয়ের জন্য এক পর্যায়ে ২৪ বলে প্রয়োজন ছিল ৩৯ রানের, হাতে ছিল ৮টি উইকেট। কিন্তু ১৭তম ওভারে স্মিথ ও স্যামসন বিদায় নিলে ম্যাচের রঙ পাল্টে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৭০ রান করতে সমর্থ হয়।

এর আগে রাজস্থান রয়েলসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার লোকেশ রাহুলের উইকেট হারায় পাঞ্জাব। দলীয় ৪ রানে ফেরেন তারকা ওপেনার রাহুল।

ক্রিস গেইলে উজ্জীবিত হয়ে ব্যাটিংয়ে ঝড় তোলেন সরফরাজ খান। গেইল-সফরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে রাজস্থানের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কিংস ইলেভেন পাঞ্জাব।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা মায়াঙ্ক আগরওয়ালকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন গেইল। ২৪ বলে ২২ রান করে ফেরেন আগরওয়াল। তবে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ড চালিয়ে যান গেইল। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে গেইলে উজ্জীবিত হয়ে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন সরফরাজ খান।

দুর্দান্ত খেলতে থাকা গেইল শেষ পর্যন্ত আউট হন বাউন্ডারিতে ক্যাচ তুলে দিয়ে। দলীয় ১৬তম ওভারে বেন স্ট্রোকের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ত্রিপথির দুর্দান্ত ক্যাচে পরিণত হন গেইল। গেইল থামেন ৪৭ বলে ৭৯ রানে। ইনিংসটিতে চারটি ছক্কা ও আটটি চারে সাজানো ছিল।

গেইলের বিদায়ের পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন সরফরাজ। তার ২৯ বলের অপরাজিত ৪৬ রানে ভর করে শেষ পর্যন্ত ১৮৪ রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব। ছয়টি চার ও এক ছক্কায় ৪৬ রান করেন সরফরাজ খান।



শেয়ার করুন :


আরও পড়ুন

ঋষভে ঝড়ে মুম্বাইকে হারালো দিল্লি

ঋষভে ঝড়ে মুম্বাইকে হারালো দিল্লি

সাকিবকে ছক্কা হাঁকিয়ে জয় তুলে নিল কলকাতা

সাকিবকে ছক্কা হাঁকিয়ে জয় তুলে নিল কলকাতা

আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে রায়নার ৫ হাজার রান

আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে রায়নার ৫ হাজার রান

আইপিএলে ফিরে ঝড়ো ব্যাটিংয়ে ওয়ার্নারের ৮৫

আইপিএলে ফিরে ঝড়ো ব্যাটিংয়ে ওয়ার্নারের ৮৫