আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে রায়নার ৫ হাজার রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৪ মার্চ ২০১৯
আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে রায়নার ৫ হাজার রান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১২তম আসরে পর্দা উঠেছে গতকাল শনিবার। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই দুই দলের দুব্যাটসম্যানের সামনে সুযোগ ছিলো আইপিএলে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ কার।

একজন হলেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলী ও আরেক জন চেন্নাইয়ের সুরেশ রায়না। কোহলীর দরকার ছিলো এই দিন ৫২ রান কিন্তু তিনি মাত্র ৬ রান করতে পারেন এই ম্যাচে।

অন্যদিকে রায়নার দরকার ছিলো ১৫ রান সেই তিনি ১৯ রান করে মাইলফলক স্পর্শ করেন। যারপরনাই, আইপিএলে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি।

এদিনে ৭১ রানের অল্প লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য ১৯ রানে ফিরে গিয়েছেন রায়না। তবে তার আগেই পাঁচ হাজারের দুর্লভ রেকর্ডটি প্রথমবারের মতো নিজের করে নিয়েছেন তিনি।

আইপিএলের জন্মলগ্ন থেকেই চেন্নাইয়ের হয়ে খেলছেন রায়না। মাঝে দুই বছর ফিক্সিং কেলেঙ্কারিতে আইপিএলে চেন্নাই না থাকায় গুজরাট লায়ন্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিকে হারিয়ে দিয়ে আইপিএলে ধোনির শুভ যাত্রা

কোহলিকে হারিয়ে দিয়ে আইপিএলে ধোনির শুভ যাত্রা

সাকিবের ঘণ্টায় শুরু হলো আইপিএলের ম্যাচ (ভিডিও)

সাকিবের ঘণ্টায় শুরু হলো আইপিএলের ম্যাচ (ভিডিও)

প্রথম ম্যাচেই হায়দরাবাদের হয়ে নামছেন সাকিব

প্রথম ম্যাচেই হায়দরাবাদের হয়ে নামছেন সাকিব

উদ্বোধনী ম্যাচের অর্থ পুলওয়ামা ক্ষতিগ্রস্ত পরিবারদের দিল চেন্নাই

উদ্বোধনী ম্যাচের অর্থ পুলওয়ামা ক্ষতিগ্রস্ত পরিবারদের দিল চেন্নাই