ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ শুরু হয়েছে ঘণ্টা বাজিয়ে। সাকিব আল হাসান ঘন্টা বাজিয়ে ম্যাচ শুরু করেন।
ইডেন গার্ডেন্সে রোববার (২৪ মার্চ) বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে সাকিবের হায়দ্রাবাদ। কলকাতা টসে জিতে প্রথমে বোলিংয়ে সিদ্ধান্ত নেয়। এরপর সাকিব শুরু হয় কাউন্ড ডাউন।
কাউন্ড ডাউনের পর সাকিব আল হাসান একটি ঘণ্টা বাজান। তারপরই শুরু করা হয় ম্যাচ।
সানরাইজার্স হায়দরাবাদে সাকিব ছাড়াও বিদেশিদের কোটায় রয়েছেন ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো ও রশিদ খান। এ ম্যাচে হায়দ্রাবাদের একাদশে ইনজুরির কারণে খেলতে পারছেন না দলটির নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে নেতৃত্বের ভার উঠেছে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের কাঁধে।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ:
ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনিশ পান্ডে, দীপক হুদা, সাকিব আল হাসান, বিজয় শংকর, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল।