আজ বাংলাদেশ টেস্ট দলে অধিনায়ক সাকিব আল হাসানের জন্মদিনে। জীবনের ৩১ টি বসন্ত পার করলেন তিনি। তবে এবার ভক্তদের সঙ্গে জন্মদিন উৎসব উদযাপন করা হচ্ছে না তার। এর আগেই আইপিএল খেলতে ভারত উড়ে গেছেন তিনি।
তাই এবারের জন্মদিনটা সাকিব কাটাবেন মাঠে, ব্যাট-বলের লড়াইয়ে। গতকাল পর্দা উঠল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০১৯ এর। আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ।
সে ম্যাচে সাকিবকে নামানো হবে কি-না তা জানা যাবে ম্যাচ শুরুর সময়ে। তবে ধারণা করা হচ্ছে সাকিব খেলবেন। ইতিমধ্যে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে হায়দরাবাদ কর্তৃপক্ষ।
শুধু শুভেচ্ছাই নয় কেকেআরের বিপক্ষে জয়লাভ করে সে জয় সাকিবের জন্মদিনে উপহার হিসেবে দিতে চান তারা।
সানরাইজ হায়দরাবাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, শুভ জন্মদিন @এসএএইচ৭৫ অফিসিয়াল। জন্মদিন উদযাপনের জন্য কী অসাধারণ এক দিন এটি! সাকিবের জন্য সবচেয়ে সেরা উপহার কী হবে তা আপনারা জানেন, তাই নয় অরেঞ্জ আর্মি?’
আইপিএলে সাকিব আল হাসান মোটামুটি সফলই বলা চলে। এখন পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচ খেলে ব্যাট হাতে রান করেছেন ৭৩৭। বল হাতেও কারিশমা দেখিয়েছেন তিনি। আইপিএলে সাকিবের শিকার ৫৭টি উইকেট।
সম্প্রতি ইনজুরি কাটিয়ে উঠেছেন সাকিব। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে থাকরতে পারেননি এই অলরাউন্ডার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ খেলার পরেই দীর্ঘ বিরতি দিয়ে আইপিএলে আজ তাকে মাঠে দেখা যেতে পারে।