ম্যাচ শুরুর আগেই বলা ছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচের আয়ের টাকা গত ১৪ ফ্রেুয়ারি পুলওয়ামা হামলায় ক্ষতিগ্রস্তদের মাঝে দেওয়া হবে। শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই। এই ম্যাচে জয় পায় চেন্নাই। এই ম্যাচ আয়োজন করে যত টাকা আয় হয়েছে তার পুরো ভাগই চেন্নাই দান করেছে পুলওয়ামা হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে।
শনিবার টস শেষে ম্যাচ শুরুর আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দলের পক্ষ থেকে নিহত ও আহত ভারতীয় জওয়ানদের পরিবারকে ২ কোটি টাকা অর্থ সাহায্য তুলে দেন।
এদিকে সেনাদের সম্মানার্থে আইপিএলে এবার ছিল না উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য যে বাজেট বরাদ্দ ছিল তা প্রদান করা হয়েছে বিভিন্ন বাহিনীর হাতে।
জানা গেছে, ১২তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ ছিল ২০ কোটি টাকা। এর মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে ১১ কোটি টাকা, সিআরপিএফকে ৭ কোটি টাকা এবং নৌবাহিনী ও বায়ুসেনাকে ১ কোটি টাকা করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে সেনাদের হাতে ঐ টাকা তুলেও দিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।