ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাংলাদেশ সময় আজ (শনিবার) রাত সাড়ে ৮টায় শুরু হবে এ ম্যাচটি।
উদ্বোধনী ম্যাচের আগে বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি বলেন, ‘আমাদের জিততেই হবে। জেতার ব্যাপারে কোনো অজুহাত দিতে চাই না। অতীতের ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই।’
আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। ধোনির নেতৃত্বে হ্যাটট্রিক শিরোপা জিতেছে চেন্নাইয়ের দলটি। অন্যদিকে ৮ বছর বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়ে এখনও শিরোপা উপহার দিতে পারেননি কোহলি।
যে কারণে উদ্বোধনী ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ধোনির দল চেন্নাই। দুই দল এখনও পর্যন্ত মোট ২২বার মুখোমুখি হয়। ১৪টিতে জিতেছে চেন্নাই। বেঙ্গালুরু জিতেছে মাত্র সাতটিতে। শেষ ছয় সাক্ষাতে অবশ্য একবারও জিততে পারেননি কোহলিরা।
২০১৪ সালে শেষবার চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল বেঙ্গালুরু। দ্বাদশ আইপিএলের উদ্বোধনী ম্যাচে কি তাহলে নতুন কোন সংবাদই দেবে কোহলির বেঙ্গালুরু? সেই অপেক্ষায় আইপিএল ভক্তরা।