আইপিএলে দলের সঙ্গে যোগ দিয়ে যা বললেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৩ মার্চ ২০১৯
আইপিএলে দলের সঙ্গে যোগ দিয়ে যা বললেন সাকিব

পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে আজ (শনিবার) মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল খেলতে ইতোমধ্যে হায়দরাবাদে যোগ দিয়েছেন সাকিব।

রোববার খেলা আছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদের। ওই দিন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লড়বে অরেঞ্জ আর্মিরা। ম্যাচ খেলতে সতীর্থদের সঙ্গে সাকিবও পৌঁছেছেন কলকাতায়।

ইডেন গার্ডেনে হবে দুই দলের লড়াই। স্বাভাবিকভাবেই চেনা মাঠে উপস্থিত হয়ে স্মৃতিকাতর বিশ্বসেরা অলরাউন্ডার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো হায়দরাবাদের হয়ে খেলতে যাচ্ছেন সাকিব।

গত ৭ মৌসুম কলকাতার হয়ে খেলেন তিনি। নতুন মৌসুমে প্রথম ম্যাচে সাবেক দলের বিপক্ষে খেলতে কলকাতায় ফিরে স্মৃতি রোমন্থন করলেন টাইগার সুপারস্টার। হায়দরাবাদের স্বাগত জানানো ভিডিওতে তিনি জানিয়েছেন মনের সুপ্ত কথা।

সাকিব বলেন, ‘কলকাতায় ফিরে এলাম। ইডেন গার্ডেনে প্রচুর দর্শকের সমাগম হয়। এত দর্শকের সামনে খেলা দারুণ ব্যাপার। এখানে আমার অনেক স্মৃতি আছে। আসন্ন ম্যাচ খেলতে আমরা মরিয়া।’‌

গত আসরে রানার্সআপ হয়েছিল সাকিবের হায়দরাবাদ। তাতে অসামান্য অবদান ছিল সাকিবেরও। এ মৌসুমে দলকে চ্যাম্পিয়ন করতে চান তিনি। এ জন্য ভক্ত-সমর্থকদের সমর্থন চেয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-২০ অধিনায়ক। বলেন, ‘আমাদের সমর্থন করুন। আমাদের ওপরে বিশ্বাস-ভরসা রাখুন। আশা করি, শিরোপা পুনরুদ্ধার করতে পারব।’



শেয়ার করুন :


আরও পড়ুন

যেসব টিভি চ্যানেলে দেখা যাবে আইপিএল

যেসব টিভি চ্যানেলে দেখা যাবে আইপিএল

বিশ্বকাপের আগে আইপিএলের লড়াইয়ে বিশ্ব তারকারা

বিশ্বকাপের আগে আইপিএলের লড়াইয়ে বিশ্ব তারকারা

আইপিএল খেলতে সাকিবের দেশ ত্যাগ

আইপিএল খেলতে সাকিবের দেশ ত্যাগ

পাকিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

পাকিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ