ভারতের জনপ্রিয় টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে। এর ফলে চোট কাটিয়ে ওঠা সাকিব আল হাসানের আর আইপিএল খেলতে কোন বাধা রইলো না। তবে আইপিএলে খেলার টিকিট দিলেও সামনে আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপ থাকায় ইনজুরি ইস্যুতে সতর্ক করেছে বোর্ড।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পান সাকিব। এ কারণে টাইগারদের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি তিনি। তবে নিজেকে ফিরে পেতে বা ফিটনেস ঠিক রাখতে বেশ কয়েকদিন ধরে নিয়মিত ব্যয়াম ও পরিশ্রম করছেন সাকিব।
আগামী ২৩ মার্চ মাঠে গড়াবে আইপিএলের দ্বাদশ আসর। সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ ২৪ মার্চ। ওপার বাংলার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ অভিযানে নামবেন অরেঞ্জরা। তাতে বিশ্বসেরা অলরাউন্ডার খেলার সুযোগ পান কি না তাই এখন দেখার বিষয়।