বল টেম্পারিং কেলেঙ্কারীর কারণে গত আসর মিস করার পর আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজ নিজ দলে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিতর্কিত দুই তারকা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার।
বল টেম্পারিং কেলেঙ্কারীতে জড়িত থাকায় আকর্ষণীয় এ টুর্নামেন্টে গত আসরে স্মিথ ও ওয়ার্নারকে অংশ নিতে দেয়া হয়নি।
দক্ষিণ আফ্রিকায় অনাকাংখিত এ ঘটনায় দু’জনকেই এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। যা শেষ হবে এ মাসের ২৯ তারিখ। তবে সম্প্রতি দুবাইতে অস্ট্রেলিয়া দলের সঙ্গে পুনঃমিলিত হন।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট পড়া ইনজুরি থেকে ফিরছেন উভয় খেলোয়াড়ই। পাকিস্তানের বিপক্ষে আসন্ন পাঁচ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারতেন তারা। তবে অসি নির্বাচকরা আইপিএলে অংশ গ্রহণকেই প্রাধান্য দিয়েছেন।
স্মিথ যোগ দিয়েছেন জয়পুরকেন্দ্রিক রাজস্থান রয়্যালসে। ওয়ার্নার সানরাউজার্স হায়দারাবাদে।
টুইটারে স্মিথ লিখেছেন, ‘জয়পুরে রাজস্থান রয়্যালসে ফিরতে পেরে দারুন লাগছে। এ বছরের আইপিএলের জন্য এক্সাইটেড বোধ করছি।’
সমর্থন জানানোয় নিজ দলকে ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যম ব্যবহার করেন ওয়ার্নারও।
টুইটারে তিনি লিখেছেন, ‘সানরাইজার্সের হয়ে হায়দারবাদে ফিরতে পেরে খুব ভাল লাগছে। গত এক বছর সমর্থন জানানোয় দল এবং ভক্তদের ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। সময় এসেছে মাঠে ফেরার।’