ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। চলতি মাসের (মার্চ) ২৩ তারিখ থেকে শুরু হবে টি-২০ ক্রিকেটের জনপ্রিয় এ আসর।
ভারতে নির্বাচনের কারণে আইপিএলের এবারের আসরের বেশ কয়েকটি ম্যাচ দেশের বাইরে কোথাও অনুষ্ঠিত হওয়ার গুঞ্জন শোনা গেলেও তা আর হচ্ছে না। ইতোমধ্যে দেশটির ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে দেশের মাটিতেই অনুষ্ঠিত হবে এবারের আইপিএল আসর।
২৩ মার্চ আইপিএল শুরু হচ্ছে তা আরও দুই সপ্তাহ আগেই জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এছাড়া আইপিএলের এবারের আসরের প্রথম দুই সপ্তাহের সূচি জানিয়ে দিয়েছে বোর্ড।
তার মধ্যে পড়েছে প্রথম ১৭টি ম্যাচ। ঘোষণা অনুযায়ী ৫ এপ্রিল পর্যন্ত প্রথম পর্বের ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে চূড়ান্ত সময় সূচি জানানো হবে ১৮ মার্চ (সোমবার)।
সিসিআই অফিশিয়াল বার্তায় বলা হয়, আইপিএল সিওও দিন-রাত বিষয়টি নিয়ে কাজ করছে।
আইপিএলের এবারের আসরে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিইংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে। প্রথম পর্বে সব দলকে চারটি করে ম্যাচ খেলতে হবে। তার মধ্যে দিল্লি ক্যাপিটালস ও বেঙ্গালুরুকে খেলতে হবে পাঁচটি করে ম্যাচ।
এছাড়া সব দল কম করে দুটো হোম ম্যাচ ও দুটো অ্যাওয়ে ম্যাচ খেলবে। তবে দিল্লি তিনটি হোম ম্যাচ এবং বেঙ্গালুরু তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলবে।