ভারতের ঘরোয়া টি-টুয়েন্টি লিগ আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) খেলার ছাড়পত্র পেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।
ব্রিস্টলে গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর নাইট ক্লাবের বাইরে মারামারির ঘটনায় জাতীয় দলের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ রয়েছেন স্টোকস। ফলে আইপিএলে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে স্টোকসকে আইপিএলের খেলার ছাড়পত্র দিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহি টম হ্যারিসন।
তিনি বলেন, ‘আইপিএল খেলার সিদ্ধান্ত স্টোকসই নেবে। এখানে আমাদের কোন বাধা-নিষেধ নেই।’
ক্রিকেট মাঠে বেশ আলোচিত স্টোকস। শুধুমাত্র পারফরমেন্স দিয়েই নয়, প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে কথার লড়াইয়েও বেশ পারদর্শী। গত ২৪ সেপ্টেম্বরে ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে নাইট ক্লাবে যান স্টোকস। সেখানে তার সঙ্গী ছিলেন দলের ওপেনার অ্যালেক্স হেলসও। নাইট ক্লাব থেকে বের হয়ে পথচারীদের সাথে মারামারি করেন স্টোকস ও হেলস। এরপর তাকে গ্রেফতারও করা হয়। তবে পরক্ষণে আবার ছেড়েও দেয়া হয়।
কিন্তু ইসিবির শাস্তির হাত থেকে রেহাই পাননি স্টোকস। অনির্দিষ্টকালের জন্য স্টোকসকে দল থেকে নিষিদ্ধ করে ইসিবি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দু’টি ওয়ানডে এবং চলতি অ্যাশেজের সিরিজের দলে জায়গা হয়নি তার। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আবার ডাক পেয়েছেন স্টোকস।
জাতীয় দলে না খেললে চলতি মাসের শুরু থেকে নিউজিল্যান্ডে ঘরোয়া আসরে ইতোমধ্যে ৬টি ম্যাচ খেলে ফেলেছেন স্টোকস। তিনটি করে লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
জাতীয় দলে নিষিদ্ধ থাকায় আইপিএলে স্টোকসের খেলার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই কালো মেঘ কেটে গেল।আইপিএলের আগামী মৌসুমে খেলতে পারবেন স্টোকস।
এ ব্যাপারে ইসিবির প্রধান নির্বাহী হ্যারিসন বলেন, ‘বেন আমাদের কাছে নিউজিল্যান্ডে খেলার জন্য এনওসি চেয়েছিল, আমরা তাকে দিয়েছি। নিউজিল্যান্ডে খেলার ছাড়পত্র পেলে বিশ্বের যেকোন স্থানে খেলার ছাড়পত্র পাবে বেন। সে যদি আইপিএলে খেলতে চায়, তবে আমাদের কোন সমস্যা নেই।’
সর্বশেষ আইপিএলে রেকর্ড ১৪.৫ কোটি ভারতীয় রুপিতে স্টোকসকে কিনেছিল রাইজিং পুনে সুপারজায়ান্ট। গত আসরে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স দিয়ে পুনেকে ফাইনালে তুলেছিলেন স্টোকস। আইপিএলের দশম আসরে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩১৬ রান ও বল হাতে ১২ উইকেট নিয়েছিলেন তিনি।
সম্প্রতি নিউজিল্যান্ডের ঘরোয়া আসরে একটি টি-টোয়েন্টি ম্যাচে ওটাগোর বিপক্ষে ক্যান্টাবুরির হয়ে ৬টি চার ও ৭টি ছক্কায় ৪৭ বলে ৯৩ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন স্টোকস।