এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশে তিন ভেন্যুতে আইপিএলের ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, চলতি বছরের এপ্রিল-মে’তে অনুষ্ঠেয় ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে সম্ভাব্য সহিংসতার বিষয়টি মাথায় রেখে আইপিএলের ১৪টি ম্যাচ বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দেয় ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি তাতে অসম্মতি জানায়নি।
ফলে বিষয়টি নিয়ে ফলপ্রসু আলোচনা করতেই ৬ ফেব্রুয়ারি ৩ দিনের বাংলাদেশ সফরে আসবেন সাবেক বিসিসিআই সভাপতি ও বর্তমান আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।
অনলাইনটি আরও জানায়, ভারত থেকে বিশেষ বিমানে (চাটার্ড প্লেন) ঢাকা আসবেন মনোহর। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন বিসিসিআইর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ কিউরেটররা। ঢাকা পৌঁছে আইপিএলের তিন ভেন্যু মিরপুর শের-ই-বাংলা, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যাবেন তারা।
এখন পর্যন্ত দু’বার ভারতের বাইরে আইপিএল অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ ও ২০১৪ সালে। ২০০৯ সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকায় ও ২০১৪ সালে কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল।
তবে বাংলাদেশে আইপিএলর ম্যাচ অনুষ্ঠিত হবে কি না -তা এখনো বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।