জানুয়ারিতে সাকিব-মোস্তাফিজদের আইপিএল নিলাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৫ এএম, ২১ ডিসেম্বর ২০১৭
জানুয়ারিতে সাকিব-মোস্তাফিজদের আইপিএল নিলাম

ক্রিকেটের ছোট ফরমেটে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট এখন জনপ্রিয়তার শীর্ষে। সম্প্রতি শেষ হলো বাংলাদেশ প্রিমিয়াল লিগ (বিপিএল)। এবার ভারতে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের ১১তম আসরের নিলাম।

বিসিবিআই’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘যেহেতু এবারের নিলামে আবারও তারকা খেলোয়াড়রা ফিরে এসেছে সে কারণেই ২৭ ও ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য নিলাম অনুষ্ঠানটি অনেক বেশি আকর্ষণীয় হবে। ফ্র্যাঞ্চাইজিগুলোর ইচ্ছাতেই প্রতিবারের মতই এবারও ব্যাঙ্গালুরুতেই এই নিলাম অনুষ্ঠিত হবে।’

চলতি বছর নিলামের জন্য দলগুলোর বাজেট বৃদ্ধি করে ৮০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। আগের বছরে এর পরিমাণ ছিল ৬৬ কোটি।

আইপিএলের নিয়মিত খেলোয়াড় বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলনেতা সাকিব আল হাসান। তিনি খেলেন কলকাতা রাইডার্সের হয়ে। শুরু থেকেই কলকাতার নিয়মিত খেলোয়াড় হিসেবে তার নাম যুক্ত। এবারও তার দল পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।

সাকিব ছাড়াও বাংলাদেশের আরেক বিস্ময় বালক কাটাস মাস্টার মোস্তাফিজুর রহমানও আইপিএল মাতিয়েছেন গত আসরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক কোটি ৪০ লাখ রুপিতে (এক কোটি ৬২ লাখ টাকা) গতবার খেলেছেন সানরাইজার্স হায়দারাবাদ দলের হয়েছে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন সূচিতে ম্যাচ বাড়লো বাংলাদেশের

নতুন সূচিতে ম্যাচ বাড়লো বাংলাদেশের

মাশরাফির সৌজন্যে অ্যাম্বুলেন্স পেল নড়াইলবাসী

মাশরাফির সৌজন্যে অ্যাম্বুলেন্স পেল নড়াইলবাসী

টেস্টে ফিরলেন ডি ভিলিয়ার্স-স্টেইন

টেস্টে ফিরলেন ডি ভিলিয়ার্স-স্টেইন

ইংল্যান্ডকে টপকে গেল অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে টপকে গেল অস্ট্রেলিয়া