আইপিএলে ক্রিকেটার পাঠাতে চায় পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮
আইপিএলে ক্রিকেটার পাঠাতে চায় পাকিস্তান

আইপিএলে সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তানের খেলোয়াড়রা খেলার সুযোগ পান।

২০০৮ সালের আইপিলে সব শেষ অংশ নেয় পাকিস্তানের ক্রিকেটাররা। পরের বছর পাকিস্তানে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলা হয়। এরপর থেকেই আইপিএলে দরজা বন্ধ হয়ে যায় পাকিস্তানের খেলোয়াড়দের।

রাজনৈতিক কারণে পাকিস্তান-ভারতের ভালো সম্পর্ক যাচ্ছে না। রাজনৈতিক বিষয়টি গড়িয়েছে মাঠেও। এই ক্রিকেটের উন্নয়নের স্বার্থেই দুই বোর্ডের সম্পর্ক ভালো হওয়া উচিৎ বলে মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান। 

শনিবার নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। দায়িত্বের প্রথম দিনেই ওয়াসিম জানিয়ে দিলেন তার ভবিষ্য‍ৎ পরিকল্পনা। যার প্রথম দিকেই আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্ক উন্নয়ন। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) পাকিস্তানি ক্রিকেটার পাঠাতে আগ্রহ প্রকাশ করেন ওয়াসিম।

তিনি বলেন, ‘আমি বিসিসিআইয়ের সঙ্গে বসতে চাই এবং তাদের সঙ্গে সম্পর্কের উন্নয়নে কথা বলতে চাই। ক্রিকেটের স্বার্থে সব বাধা পার হতে চাই। সব পরিবর্তন মেনে নেবো। আমি চাই আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে এবং এটাই প্রথম বড় পদক্ষেপ হবে।’

 



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে দল না পেয়ে ক্রিকেট ছাড়ার ইঙ্গিত ম্যাককালামের

আইপিএলে দল না পেয়ে ক্রিকেট ছাড়ার ইঙ্গিত ম্যাককালামের

আইপিএলে কে কোন দলে বিক্রি হলেন

আইপিএলে কে কোন দলে বিক্রি হলেন

আইপিএলের নিলামে চমক দেওয়া কে এই বরুণ?

আইপিএলের নিলামে চমক দেওয়া কে এই বরুণ?

অবশেষে দল পেলেন যুবরাজ

অবশেষে দল পেলেন যুবরাজ