২০১৫ সালের আইপিএলে মাত্র ২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল যুবরাজ সিংয়ের। কিন্তু তাকে ফ্রান্সাইজিদের মাঝে টানাটানি শুরু হয়। ফলে তার লাফে যুবজারে দাম ১৬ কোটি রুপিতে উঠে যায়। কিন্তু এবারের আইপিএলে কোন ফ্রান্সাইজি তাকে কেনার আগ্রহ দেখান নি।
এর আগে ২০১৪ সালে তাঁর দাম ছিল ১৪ কোটি রুপি। পরে ২০১৬ সাল ১৬ কোটি থেকে কমে ৭ কোটিতে যুবরাজকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। পরের বছরও হায়দরাবাদেই থেকে যান। ২০১৮ সালে ২ কোটি রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাবে যান।
এবারের আইপিএলের নিলাম অবিক্রিতের তালিকা রয়েছেন অনেক নামিদামি খেলোয়াড়রা। তাদের মধ্যে বাংলাদেশের মুশফিকও রয়েছেন। এছাড়া, ম্যাককুলাম, মার্টিন গাপটিল, কোরি অ্যান্ডারসন, ডেল স্টেইন, ক্রিক ওকসরের মতো খেলোয়াড়দের কেনার কোন আগ্রহ দেখাননি দলগুলো।
২০০০ সালে ওয়ানডে ম্যাচে কেনিয়ার বিপক্ষে অভিষেক হয় যুবরাজের। ৩৭ বছর বয়সী এই তারকা খেলোয়াড় এখন পর্যন্ত ৪০ টেস্ট, ৩০৪টি ওয়ানডে এবং ৫৮টি টি-২০ ম্যাচ খেলেছেন জাতীল দলের হয়ে।
ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন যুবরাজ। তবে গেল আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে তিনি আট ম্যাচে ৬৫ রান করেছিলেন।