ক্ষুদেবার্তায় স্টার্কের সাথে সম্পর্ক শেষ করলো কেকেআর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১৫ নভেম্বর ২০১৮
ক্ষুদেবার্তায় স্টার্কের সাথে সম্পর্ক শেষ করলো কেকেআর

অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের সাথে একটি মাত্র ক্ষুদেবার্তায় সব সম্পর্ক শেষ করে দিয়েছে ভারতীয় প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। স্বয়ং স্টার্কই বিষয়টি নিশ্চিত করেছেন।

২৮ বছর বয়সী এ তারকা পেসারকে ২০১৮ সালে ১.১৪ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছিল কলকাতার ফ্রাঞ্চাইজি দলটি। আর এতেই আইপিএলের অন্যতম দামী খেলোয়াড়ে পরিণত হন স্টার্ক। কিন্তু ডান পায়ের ইনজুরিতে শুরুতে তার খেলা হয়নি। আর সে কারণেই হয়তবা আগামী বছর তাকে আর দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর কর্তৃপক্ষ।

এ সম্পর্কে স্টার্ক বলেন, দু’দিন আগে এক ক্ষুদেবার্তায় কলকাতার পক্ষ থেকে চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সে কারণে আগামী এপ্রিলে আমি অস্ট্রেলিয়াই থাকব।

ইনজুরির কারণে দীর্ঘ ছয় মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন স্টার্ক। তার স্থানে কেকেআর’এ গত বছর খেলেছেন ইংল্যান্ডের বোলার টম কুরান। প্লে-অফে পরাজিত হওয়ায় তৃতীয় স্থানে থেকে গত আসর শেষ করে কলকাতার দলটি।

আগামী মাসে ২০১৯ আইপিএল আসরের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্টার্ক জানিয়েছেন, আইপিএলের আগামী আসর অবশ্যই তিনি মিস করবেন। তবে এ সময়ের মধ্যে বিশ্বকাপের আগে নিজেকে শতভাগ প্রস্তুত করে তোলার সুযোগটি গ্রহণ করতে এবং অবশ্যই অস্ট্রেলিয়ার হয়ে যতটা সম্ভব টেস্ট ও ওয়ানডেতে নিজেতে ঝালিয়ে নিতে চান তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

টাকার জন্য সাকিবদের সঙ্গ ছাড়ছেন ধাওয়ান

টাকার জন্য সাকিবদের সঙ্গ ছাড়ছেন ধাওয়ান

কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হলেন হেসন

কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হলেন হেসন

আইপিএলে দল হারালেন মোস্তাফিজ

আইপিএলে দল হারালেন মোস্তাফিজ

অধিনায়কত্ব হারালেন কোহলি!

অধিনায়কত্ব হারালেন কোহলি!