কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হলেন হেসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪০ পিএম, ৩০ অক্টোবর ২০১৮
কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হলেন হেসন

নিউজিল্যান্ডের কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর পাঁচ মাসেরও কম সময়ে মধ্যে নতুন দায়িত্বে আসীন হলেন মাইক হেসন। আইপিএলের কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

ছয় বছরের দায়িত্ব শেষে চলতি বছরের জুনে হেসন নিউজিল্যান্ড জাতীয় দল থেকে পদত্যাগ করেন। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা থেকে অবসরই ছিল পদত্যাগের মূল কারণ। যদিও কিউইদের সাথে তার চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ছিল।

৪৩ বছর বয়সী হেসন পাঞ্জাবে অস্ট্রেলিয়ান ব্র্যাড হজের স্থলাভিষিক্ত হয়েছেন। গত মৌসুমে হজের অধীনে পাঞ্জাব আইপিএল খেলতে নেমেছিল। ওই আসরে রবিচন্দ্রন অশ্বীনের নেতৃত্বে কিংস ইলেভেন প্রথম সাতটি ম্যাচের পাঁচটিতেই জয়ী হয়ে এক সময় যৌথভাবে শীর্ষেও উঠে আসে।

কিন্তু মৌসুমের বাকি সময়টা পারফরমেন্সের ঘাটতিতে শেষ পর্যন্ত নীচের থেকে দ্বিতীয় স্থানে নেমে যায়। ওই স্থান নিয়েই তারা মৌসুম শেষ করে। আর তাতেই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সপ্তাহেই হেসনের সাথে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে কিংস ইলেভেন। চুক্তি অনুযায়ী নিজের কোচিং স্টাফ হিসেবে যে কাউকেই নিয়োগের স্বাধীনতা পাবেন হেসন। ধারণা করা হচ্ছে, কিংস ইলেভেনের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করা ভারতের সাবেক ব্যাটসম্যান ভিরেন্দ্র শেবাগ তার পদে বহাল থাকবেন।

মার্টিন ক্রো, জন রাইট, ড্যানিয়েল ভেট্টরি ও স্টিফেন ফ্লেমিংয়ের পর পঞ্চম কিউই হিসেব আইপিএলের কোন দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেসন। যদিও কখনই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগের কোন অংশ ছিলেন না হেসন।

আন্তর্জাতিক কোচ হিসেবে তার সমৃদ্ধ অভিজ্ঞতা আছে। হেসনের অধীনে নিউজিল্যান্ড একটি আধিপত্য বিস্তারকারী টেস্ট দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। একই সাথে ২০১৫ সালের বিশ্বকাপের ফাইনালে খেলেছে ব্ল্যাক ক্যাপসরা। হেসনের অধীনে ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৩০টি ম্যাচে জয়ী ও ২৪টিতে পরাজিত হয়েছে নিউজিল্যান্ড।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্লেয়ার ড্রাফটে কেমন হলো বিপিএলের দলগুলো

প্লেয়ার ড্রাফটে কেমন হলো বিপিএলের দলগুলো

বিপিএলে শক্তিশালী দল রংপুর রাইডার্স

বিপিএলে শক্তিশালী দল রংপুর রাইডার্স

একমাত্র টি-টোয়েন্টিতেও ধরা শ্রীলঙ্কা

একমাত্র টি-টোয়েন্টিতেও ধরা শ্রীলঙ্কা

ফের বিতর্কে ধোনি-বিরাট

ফের বিতর্কে ধোনি-বিরাট