বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে বর্তমানে আইপিএলে দল ছাড়া হলেন মোস্তাফিজ।
গত আসরের নিলামে ২ কোটি ২০ লাখ রুপিতে ফিজকে কিনেছিল মুম্বাই। আসরে ৭ ম্যাচে ২৩০ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার করেন মোস্তাফিজুর। তারপরও এবার নিলামের আগেই মোস্তাফিজুর ছেড়ে দিল মুম্বাই।
আইপিএলের ১২তম আসরের অনুষ্ঠিত হবে আগামী বছরের মার্চে। ঐ আসরের নিলাম হবার কথা রয়েছে চলমান বছরের ডিসেম্বরে। তার আগেই খেলোয়াড় ট্রান্সফার ও কেনা-বেচার কাজ করছে কিছু দল।
মোস্তাফিজুরকে ছাড়লেও দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে দলে ভিড়িয়েছে মুম্বাই। গেল আসরে ডি কককে ২ কোটি ৮০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ঐ একই দামেই ডি কককে কিনে নিয়েছে মুম্বাই।
গত আসরে আট ম্যাচে ২০১ রান করেছিলেন ডি কক। পুরো আইপিএলে তার রান ৯২৭। এর মধ্যে ৫৩৭ রানই তিনি করেছে পাওয়ার প্লেতে।