আইপিএল ছেড়ে দেশে ফিরলেন রাবাদা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৫ এপ্রিল ২০২৫
আইপিএল ছেড়ে দেশে ফিরলেন রাবাদা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসর ছেড়ে দেশে ফিরেছেন গুজরাট টাইটান্সের পেসার দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। আইপিএল ছাড়ার কারণ হিসেবে ব্যক্তিগত কারণ বলা হয়েছে। গুজরাট ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইপিএল এবারের আসরে গুজরাটের হয়ে প্রথম দুই ম্যাচ খেললেও গত বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গুজরাটের আট উইকেটের জয়ের ম্যাচে খেলেননি রাবাদা।

এক বিবৃতিতে গুজরাট জানিয়েছে, ‘ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন রাবাদা।’ ঘরের মাঠ আহমেদাবাদে দুই ম্যাচে গুজরাটের হয়ে ২টি উইকেট নিয়েছেন রাবাদা।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ২০২২ সালে আইপিএলে নিজেদের অভিষেক মৌসুমে শিরোপা জিতে গুজরাট। পরের বছর ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি তারা।

চলতি মৌসুমে শুভমান গিলের অধীনে তিন ম্যাচ খেলে দু’টিতে জিতেছে গুজরাট।



শেয়ার করুন :