বলে লালা ব্যবহার ফেরানোসহ চারটি পরিবর্তন আনলো আইপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২২ মার্চ ২০২৫
বলে লালা ব্যবহার ফেরানোসহ চারটি পরিবর্তন আনলো আইপিএল

কলকাতার ইডেন গার্ডেনসে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপএল) ১৮তম আসর। তবে এ আসর শুরু হওয়ার আগে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, করোনাকালে নিষিদ্ধ হওয়া বলে লালা ব্যবহার পুনরায় ফিরিয়ে আনা।

২০২৫ সালের আইপিএল আসরে ১০ দলের অধিনায়ক, কোচ এবং ম্যানেজারদের নিয়ে গত বৃহস্পতিবার (২০ মার্চ) একটি সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর থেকে পরিবর্তনগুলো নিয়ে সিদ্ধান্ত হয় এবং সভার এসব সিদ্ধান্তগুলো অনুমোদন নিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

সকলের মতামতের ভিত্তিতে মোট চারটি বিষয়ে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

(এক) আইপিএল ২০২৫ মৌসুম থেকে বল চকচকে করার জন্য বোলাররা লালা ব্যবহার করতে পারবেন। যা কোভিড-১৯ মহামারী চলাকালীন বলে লালা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

(দুই) সন্ধ্যার ম্যাচে শিশিরের কারণে ভেজা বল দ্বিতীয় বোলিংকারী দল দশম ওভারের পরে একবার পরিবর্তনের অনুরোধ করতে পারবে। সেক্ষেত্রে বলে দৃশ্যমান শিশির থাকুক বা না থাকুক, সংশ্লিষ্ট দলের অধিনায়ক এ অনুরোধ করতে পারবেন এবং আম্পায়ার সমমানের বল পরিবর্তনে বাধ্য হবেন। তবে বোলিং দলের বিকল্প বল বেছে নেওয়ার স্বাধীনতা থাকবে না।

এছাড়া, আম্পায়ার যদি মনে করেন বল খুব বেশি ভেজা বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে দশম ওভারের আগে যেকোনো সময় বল পরিবর্তন করার ক্ষমতা রাখেন। তবে কেবল যদি শিশিরের কারণে কয়েক ওভার পরে পরবর্তী অনুরোধ করা হয় তাহলে আম্পায়ারদের পূর্বে উল্লিখিত বলটি বাধ্যতামূলকভাবে প্রতিস্থাপন করতে হবে।

(তিন) ২০২৫ মৌসুম থেকে নতুন একটি আচরণবিধি কার্যকর করা হবে, যার মধ্যে একটি ডিমেরিট পয়েন্ট সিস্টেম এবং একটি সাসপেনশন পয়েন্ট দেওয়া হবে, যার মেয়াদকাল থাকবে ৩৬ মাস।

(চার) আইপিএলের ১৮তম আসর থেকে ডিআরএস পদ্ধতি প্রসারিত করা হয়েছে। যাতে উচ্চতা-ভিত্তিক নো-বল পর্যালোচনা এবং অফ-স্টাম্পের বাইরে ওয়াইড-বল পর্যালোচনা অন্তর্ভুক্ত থাকবে। আপডেট করা সিস্টেমটি হক-আই প্রযুক্তি এবং বল-ট্র্যাকিং ব্যবহার করে আম্পায়ারদের সঠিক এবং ধারাবাহিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।


বিষয়ঃ

শেয়ার করুন :