‘খরুচে’ মোস্তাফিজের উপরেই আস্থা রাখলো চেন্নাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২৮ এপ্রিল ২০২৪
‘খরুচে’ মোস্তাফিজের উপরেই আস্থা রাখলো চেন্নাই

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফর্ম করা মোস্তাফিজ সর্বশেষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ভালো করতে পারেননি। দলের সবচেয়ে খরুচে বোলার হওয়া শঙ্কা ছিল পরের ম্যাচ নিয়ে। তবে সকল শঙ্কা ছাপিয়ে সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ে একাদশে রয়েছেন ফিজ।

রোববার (২৮ এপ্রিল) আইপিএলের ৪৬তম ম্যাচে মুখোমুখি হয়েছেন চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। মোস্তাফিজের সাবেক এ দলের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করবে মোস্তাফিজের চেন্নাই।

ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়ে শুরু থেকেই দারুণ পারফর্ম করে আসছেন এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে শিকার করেছেন ১২টি উইকেট।

প্রথম দিকে উইকেট শিকারের শীর্ষ তিনে থাকলেও ক্রমেই নিজের অবস্থান হারিয়েছেন মোস্তাফিজ। তার মধ্যে সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩.৩ ওভারে দিয়েছেন ৫১ রান। শেষ ওভারে হায়দরাবাদের আটকানোর দায়িত্বও পেয়েছিলেন ফিজ। তবে ব্যর্থ হওয়ায় দলও হারের স্বাদ পেয়েছিল।

চেন্নাই সুপার কিংস একাদশ
আজিঙ্কা রাহানে, রুতুরাজ গায়কোয়াড়, ড্যারিল মিচেল, মঈন আলী, শিভাম ‍দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মোস্তাফিজুর রহমান এবং মাথিশা পাথিরানা।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ
অভিষেক শর্মা, ট্রাভিস হেড, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, নীতিশ রেড্ডি, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট এবং থাঙ্গারাসু নাটারাজন।



শেয়ার করুন :