ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৪ আসরে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। মোস্তাফিজকে নিয়ে নিলামে চেন্নাই ছাড়া আর কোন দল আগ্রহ দেখায়নি।
আইপিএলের গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তবে দলীয় ফান্ডের রির্জাভ বৃদ্ধি করার লক্ষ্যে ২০২৪ আসরের আগে বেশ কিছু তারকা ক্রিকেটার ছেড়ে দেয় দিল্লি। রাইলি রসু, ফিল সল্ট, সরফরাজ খান, আমান খান, রোভম্যান পাওয়েলদের মধ্যে সেই তালিকায় মোস্তাফিজও ছিলেন।
মোস্তাফিজুরের স্লোয়ার এবং কাটার, দুটি অস্ত্রই আর আগের মতো কাজ করছে না। দীর্ঘ দিন ধরে ধীরগতির পিচেও উন্নতি করতে পারেননি ফিজ। ফলে নতুন মৌসুমের জন্য তাকে আর বিবেচনায় রাখেনি দিল্লি।
নিলামের জন্য ছেড়ে দেওয়ার তালিকায় ছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত মৌসুমে খেলা সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস। সাকিব অবশ্য আসর শুরু হওয়ার পর নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এরপর নিলামের জন্য সাকিব-লিটন দু’জনকে ছেড়ে দেয় কলকাতা। তবে ২০২৪ সালের আসরের জন্য তারা দুজনেই আর নাম দেয়নি।
MUZZ-ART OF MADRAS! Welcome to the pride, Rahman! pic.twitter.com/9i9edXMA9T
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2023
২০২৪ আসরের জন্য আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় মোস্তাফিজ ছাড়াও বাংলাদেশ থেকে আরও দুই পেসারের নাম ছিল। তারা হলেন- তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। মোস্তাফিজ দল পেলেও বাকি দুজনকে নিয়ে এখনো আগ্রহ দেখায়নি আইপিএলের কোন ফ্র্যাঞ্চাইজি।